সারাদেশের খবর

গাইবান্ধা নির্বাচিত হয়েছেন যারা:-

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ৪:২২:০০ প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা প্রতিনিধি।।আজ ৭ জানুয়ারি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনেরর বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।গাইবান্ধা সদর ২ আসনে এবার ৫ টি প্রতিকে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সর্বশেষ তথ্যমতে ১। জিয়া জামান, প্রতীক আম, প্রাপ্ত ভোট ১৯৪। ২। মাসুমা আক্তার, প্রতীক ঈগল, প্রাপ্ত ভোট ১৬৯। ৩। আলহাজ্ব আব্দুর রশিদ সরকার, প্রতীক লাঙ্গল, প্রাপ্ত ভোট ৬১০৩৭। ৪। আব্দুল মারুফ মোনা, প্রতীক মশাল, প্রাপ্ত ভোট ৫১০। ৫। মোঃ শাহ সারোয়ার কবির, প্রতীক ট্রাক, প্রাপ্ত ভোট ৬৪১৯০।

সবকেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয় এবং প্রায় ৩১০০ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী , গাইবান্ধা সদর উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ গনপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদের সুযোগ্য নাতি জননেতা শাহ সারোয়ার কবির।

গাইবান্ধা ১ আসনে সুন্দরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী নাহিদ নিগার সাগর ঢেকি মার্কায়।

গাইবান্ধা-৩ সাদুল্লাপুর-পলাশবাড়িতে উম্মে কুলসুম স্মৃতি নৌকা মার্কায়।

গাইবান্ধা -৪ গোবিন্দগন্জে আসনে আবুল কালাম আজাদ নৌকা মার্কায় ও গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি আসনে মাহমুদ রহমান রিপন নৌকা মার্কায়। নবনির্বাচিত ৫ জন এম পির মধ্যে ৩ জন আওয়ামীলীগ মনোনীত এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করেছেন।

আরও খবর

Sponsered content