সারাদেশের খবর

কাঠালিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বসত ঘর ভাংচুর মালামাল লুট-পিটিয়ে আহত থানায় মামলা-গ্রেফতার ২

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২২ , ১:২৬:১৩ প্রিন্ট সংস্করণ

কাঠালিয়া প্রতিনিধি।।ঝালকাঠির কাঠালিয়ার কচুয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ১ সেপ্টেম্বর দুপুরে মো: ফায়েজ জমাদ্দারের বসত ঘর ভাংচুর, নগদ টাকা, মোবাইল সহ মালামাল স্বর্ন লুট করার অভিযোগ পাওয়া গেছে। কাঠালিয়া থানায় ভুক্ত ভোগি ফায়েজ জমাদ্দারের স্ত্রী ছালমা আক্তার বাদি হয়ে অভিযোগ দাখিল করেন।

জানাগেছে,মোঃ মাসুদ জোমাদ্দার (৪৫), পিতা- মৃত ইব্রাহিম জোমাদ্দার, মোঃ মাহামুদ জোমাদ্দার (৩২), ৩। মোঃ
মেহেদী জোমাদ্দার (৩৬),পিতা- মৃত সোবাহান জোমাদ্দার, মোঃ রফিকুল ইসলাম (২৪), মোঃ তাহেরু জোমাদ্দার (২৬), পিতা- মৃত- মজিবর জোমাদ্দার, মোঃ আমিরুপ জোমাদ্দার (২১), পিতা- মোঃ মাসুদ জোমাদ্দার, মোঃ মোফাজ্জেল জোমাদ্দার (৪৫), পিতা-মৃতঃ মোবারক জোমাদ্দার, মোঃ ইলিয়াছ হাওলাদার (৩৫),
পিতা-মৃতা মেনাজ উদ্দিন হাওলাদার, মোঃ জাকির, পিতা-মৃতঃ চান মিয়া হাওলাদার, সাং-আওরাবুনিয়া,মোসাঃ শিমুল বেগম (৪২), স্বামী রাজ্জাক জোমাদ্দার, খালেদা বেগম (৩৪), পিতা-মৃতঃ সোবাহান রোমাদ্দার,
জয়নব বেগম (৫৪), স্বামী মৃতঃ সোবাহান জোমাদ্দার, খাদিজা বেগম (৪৫) স্বামী-মৃতঃ মজিবর জোমাদ্দার, ফাতিমা আক্তার (২২), পিতা-মৃতঃ মজিবর জোমাদ্দার, শিউলী বেগম (৪০), স্বামী- মাসুদ জোমাদ্দার, খোদেজা বেগম (৪৫), পিতা-মৃত: ইব্রাহীম জোমাদ্দার, সর্ব সাং- কচুয়া, হাওয়া বেগম (৩৮), স্বামী- শিমুল মিয়া, ফাতিমা বেগম (২৪), ফারজানা (২০), উভয় পিতা-শিমুল চিহ্নিত সহ অজ্ঞাত আরো ৮/১০ জন কে আসামি করে মামলা দায়ের। অভিযোগে উল্লেখ করে হামলা কারি আমাদের
একই বাড়ীর লোক, আমাদের বহুদিন পূর্ব হইতে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়া বিরোধ চলে।

বিরোধের জের ধরিয়া ঘটনার দিন গত ০১ সেপ্টেম্বর ২০২২ দুপুরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাতে দাও, লোহার রড, খোন্তা, কুঠার নিয়া আমাদের বসত ঘরে হামলা চালায়, এতে নগদ টাকা, স্বর্ন মোবাইল সহ বিভিন্ন মালামাল নিয়া যায়। তাদের হামলায় খোকন জোমাদ্দার (৪০), মিঠু (৩২), সাকিব (২৫) আহত হয় তাদের মাথা সহ বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। আহতদের আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয় কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) মো: শাহিন হোসেন বলেন ঘটনার খবর পেয়ে সাথে সাথে যাই, হামলা কারি দুজন মহিলা কে আটক করা। অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নিবো।

আরও খবর

Sponsered content