আরো

এক শোল মাছের ওজন ৬০ কেজি, দৈর্ঘ্য ১০ ফুট

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২২ , ২:৩৮:২৭ প্রিন্ট সংস্করণ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের বিশালাকৃতির একটি সামুদ্রিক শোল মাছ। এটির দৈর্ঘ্য ১০ ফুট ও প্রস্থে ২ ফুট।

বেলা সাড়ে ৯টার দিকে এ মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে স্থানীয় এক মাছ ব্যবসায়ী ২০ হাজার টাকায় শোল মাছটি ক্রয় করেন।

স্থানীয় সূত্রে জান যায়, বঙ্গোপসাগরের সোনর চর পয়েন্টে বাশখালির হাছানুল মাঝি নামের এক জেলের জালে তিন দিন আগে এ মাছটি ধরা পড়ে। আজ (মঙ্গলবার) তিনি মাছটি আলীপুর নিয়ে আসেন। এসময় স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান ২০ হাজার টাকা দিয়ে মাছটি ক্রয় করেন।

জেলে হাছানুল মাঝি জানান, মাছটি জালে আটকা পড়ার পর এটি ছুটে যাওয়ার জন্য জাল অনেকখানি কেটে ফেলেছিল। ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। সোমবার পর্যন্ত মাছটি জীবিত ছিলো।

তিনি আরো জানান, এর আগে তার জালে কখনো এত বড় শৌল মাছ ধরা পড়েনি। তাই তিনি মাছটি পেয়ে অনেক বেশি উচ্ছাসিত ছিলেন।

মৎস্য ব্যবসায়ী রহিম খান জানান, ‘মাছ এখানে নিয়ে আসার পর অনেকেই এক নজর দেখতে ভিড় জমায়। পরে নিজেরা খাওয়ার জন্য মাছটি ২০ হাজার টাকায় কিনে নিয়েছি। এর আগেও জেলেদের জালে শোল মাছ ধরা পড়েছে। তবে এত বেশি ওজনের না।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক শোল সচরাচর দেখা যায়না। এটি গভীর সমুদ্রের মাছ। এ মাছটিকে নিয়ে গবেষণা করা প্রয়োজন।

আরও খবর

Sponsered content