শিক্ষা

তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নেমে গেলে স্কুল বন্ধ-মাউশি

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৪ , ৩:২৭:০৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।শীতের তীব্রতার মধ্যে দেশের কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে গেলে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি।

 

মঙ্গলবার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়,দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

“এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে নেমে যাবে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের তথ্য অনুযায়ী) আঞ্চলিক উপপরিচালকরা ওইসব জেলার শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেবেন।”

নির্দেশনাটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলের মাউশির আঞ্চলিক উপপরিচালকদের পাঠানো হয়েছে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে,মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এই সময়ে রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, তাড়াশ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, রাজারহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে।

 

এর আগে গত জুনে টানা তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করতে হয়েছিল সরকারকে।

আরও খবর

Sponsered content

আরও খবর: শিক্ষা

রাবির শিক্ষার্থীকে ঘুম থেকে তুলে ছাত্রলীগের নেতা–কর্মীরা আসন থেকে বিছানাপত্র নামিয়ে দেন

ডরোথি জিন টিলম্যান মাত্র ১৭ বছর বয়সে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন

অবশেষে মেধাবী ছাত্রী সিনথিয়ার মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন-ইউএনও,ফারিহা তানজিন

এসএসসি পরীক্ষায় কেন্দ্রে শুয়ে-বসে লিখে জিপিএ-৫ পাওয়া আরিফা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, স্বপ্ন ডাক্তার হবেন

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি পাঠানো হয়েছে

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু