আরো

যশোরে কিন্ডারগার্টেন স্কুলে পিঠা উৎসবের আয়োজন

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২২ , ৩:৪৪:৪৭ প্রিন্ট সংস্করণ

ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি।।যশোরের ঝিকরগাছায় কিন্ডারগার্টেন স্কুল সামাদ মেমোরিয়াল চাইল্ড হোমস আয়োজনে নবান্নের পিঠা পায়েস উৎসবের আয়োজন করে।

স্কুলের শিশু শিক্ষার্থীদেরকে ধান কাটা ও নবান্নের উৎসব বোঝানো এবং বাঙালীর ঐতিহ্য পিঠা পায়েসের সাথে পরিচয় ঘটানোই ছিলো এর প্রধান উদ্দেশ্য।

অধ্যক্ষ মাসুমা মীম বলেন,ফাস্ট ফুডের ক্ষতিকর হাতছানিতে আমাদের শিশুরা অভ্যস্ত হয়ে পড়েছে।তাই তারা পিঠা পায়েস খাওয়ার মজা জানেনা।যারা জানতো তারাও ভুলে যাচ্ছে। মায়ের কাছে তারা আর পিঠা খাওয়ার বায়না করে না।তারা অনলাইনে পিৎজা, বার্গার সহ বিভিন্ন খাদ্য অর্ডার করে । এর কুফল থেকে বাঁচতেই মুলত এই আয়োজন।

ছাত্রছাত্রী,অভিভাবক এবং শিক্ষকরা নিজ নিজ বাসা থেকে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে নিয়ে আসে।স্কুলে সেগুলো সাজিয়ে পিঠার সাথে পরিচয় করানো হয়।তারপর সবাই মিলে সেগুলো খাওয়া হয়।অত্যন্ত আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই উৎসব।শিশুদের পাশাপাশি অভিভাবকরাও আনন্দ উপভোগ করে।ছাত্রছাত্রীরা পিঠা ও নবান্নের গান, নাচ পরিবেশন করে।

বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ, বিভিন্ন জায়গার বেক্তি বগ তক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলো।

আরও খবর

Sponsered content