প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ৭:১১:১৫ প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রযোজক জেনিফার ফেরদৌস একটি আশির্বাদ নামের একটি চলচ্চিত্রের সংবাদ সম্মেলন করেন। সেখানে সিনেমার নায়ক নায়িকা কাউকেই আমন্ত্রণ জানাননি। ওই সংবাদ সম্মেলনে নায়ক রোশান ও নায়িকা মাহির বিরুদ্ধে ফেসবুকে পোস্টার শেয়ার না করার অভিযোগ আনেন।
প্রযোজকের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। সংবাদ সম্মেলন করে নায়িকা মাহিয়া মাহিও বেশকিছু অভিযোগ তোলেন জেনিফার ফেরদৌসের বিরুদ্ধে। জেনিফারের বিরুদ্ধে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগও দিয়েছেন মাহি। এরপরে মূলত প্রযোজক ও অভিনয়শিল্পীরা প্রায় মুখোমুখি অবস্থানে চলে এসেছে।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার প্রযোজক ইকবাল বিষ্ফোরক মন্তব্য করলেন। তিনি নায়ক নায়িকাদের বাড়ি গাড়ির প্রশ্ন সামনে এনেছেন। ইকবাল বলেন, কিছু নায়ক নায়িকারা সিএনজি নিয়ে আসতো এক ছবির শুটিং করতেই না করতেই গাড়ি এবং ফ্লাট এর মালিক হয়ে যায় অথচ প্রযোজক রাস্তায় বসে থাকে। কি এমন জাদু আছে তাদের কাছে, প্রশ্ন আমার ঐ নায়ক নায়িকাদের কাছে যারা গতকাল থেকে সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছেন। মনে রাখবেন, প্রযোজকরা বাপ হয়।
তবে আশির্বাদ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস এখন সিনেমা মুক্তি নিয়েই ভাবছেন।