বিনোদন

হাঁটু গেড়ে হাতজোড় করে সবার কাছে ক্ষমা চাচ্ছি-এ রকম ঘটনা আর ঘটবে না-নোবেল

  প্রতিনিধি ১ মে ২০২৩ , ১২:১৬:১১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।হাঁটু গেড়ে হাতজোড় করে সবার কাছে ক্ষমা চাচ্ছি-এ রকম ঘটনা আর ঘটবে না।কুড়িগ্রামে গান গাইতে গিয়ে মঞ্চে অসংলগ্ন আচরণের ঘটনায় মুখ খুললেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল।মঞ্চে ওঠার আগে সামান্য মদ পান করেছিলেন বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মদ পানের কথা স্বীকার করে নোবেল বলেন,আয়োজকদের পক্ষ থেকে মদ সরবরাহ করা হয়েছিল।স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য,হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে।অতিরিক্ত মদ পান করার ধারে কাছে যাইনি।স্টেজে ওঠার আগে সামান্য মদ পান করেছিলাম।’

তবে মদ সরবরাহের কথা অস্বীকার করে আয়োজক কমিটির সদস্য সচিব ও ফুলবাড়ি জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী বলেন,আয়োজকদের পক্ষ থেকে নোবেলকে মদ সরবরাহের কোনো প্রশ্নই আসে না। আর এটা সম্ভবই না।কোথায় এবং কীভাবে নোবেল মদ পেয়েছেন এবং পান করেছেন তা আমাদের জানা নেই।তবে সেদিন তিনি মদ পান করেই স্টেজে ওঠেছেন সেটা সত্য। এজন্য আমারা অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত।’

সংগীতশিল্পী নোবেল বলেন,এ ঘটনায় আমি অত্যন্ত অনুতপ্ত এবং দুঃখিত।হাঁটু গেড়ে হাতজোড় করে সবার কাছে ক্ষমা চাচ্ছি।এ রকম ঘটনা আর ঘটবে না।’

কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুর্বণজয়ন্তী উপলক্ষে গত ২৭ এপ্রিল সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীতশিল্পী নোবেল গান গাওয়ার জন্য আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠানে গান পরিবেশন করতে গিয়ে মাতলামি ও অসংলগ্ আচরণ করতে দেখা গেছে।মঞ্চে এমন অসংলগ্ন উচ্ছৃঙ্খল আচরণ দেখে ক্ষুব্ধ দর্শক-শ্রোতারা জুতা ও পানির বোতল ছুড়ে মারতে থাকেন তাকে।পরে আয়োজক কর্তৃপক্ষ মঞ্চ থেকে তাকে সরিয়ে নেন।

আরও খবর

Sponsered content