সারাদেশ

চার বসরের শিশু সন্তান রেখে পালিয়েছে সাথী আক্তার!

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২২ , ৪:৩৫:১৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:-সামাজিক যোগাযোগের মাধ্যমে মোবাইল ইন্টারনেটের যোগাযোগে প্রেমের টানে স্বামী মনির হোসেন ও চার বসরের শিশু সন্তান রেখে পালিয়েছে সাথী আক্তার!

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কুড়িপাড়া এলাকার মহিন মাধবরের ভাড়ি হইতে গত শনিবার ২১ আগস্ট সকাল আনুমানিক ৬ টার সময় স্বামী মনির হোসেন চাঁর বসরের শিশু সন্তান আলিফ কে রেখে পরিবারের কাউকে কোন কিছু না বলে নগত ২০ হাজার টাকা ১ ভড়ি সর্ন ও ৪ ভড়ি ওজনের রুপার নুপুর নিয়া পালিয়ে যায়,সাথী আক্তার(২৩)উক্ত বিষয়ে মনির হোসেন জানান বিগত ৬ বসর পূর্বে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চাঁনপুর এলাকার আনারের মেয়ে সাথী আক্তারের সাথে আনুষ্ঠানিকভাবে বিবাহ হয়!

উক্ত বিবাহর পরে আরো দুইবার পালিয়েছিলো সামাজিক রক্ষার্থে সাথীকে নিয়ে পুনরায় তাহারা উভয়ে সংসার করেন,
মনির হসেন আরো জানান গোপন সংবাদে জানতে পারা যায় চট্টগ্রামের সিতাইগঞ্জ এলাকার শামীম নামের এক ছেলের সাথে মোবাইল ফেসবুকের মাধ্যমে সম্পর্ক হয়,এবং সেখানেই পালিয়ে গিয়েছে বলে সংবাদ পায় মনির, উক্ত বিষয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মনির হোসেন, মনির হোসেন বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল সকল প্রকারের আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় আমার স্ত্রী সাথীকে ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করিতেছি!

আরও খবর

Sponsered content