ব্যবসা ও বাণিজ্য সংবাদ

হা-মীম গ্রুপের টেক্সটাইল জোন পরিদর্শন করেছেন-সশস্ত্র বাহিনীর ৬৯ জন উচ্চপদস্থ কর্মকর্তা

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৪ , ৭:২৭:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।২৫ দেশের সশস্ত্র বাহিনীর ৬৯ জন উচ্চপদস্থ কর্মকর্তা হা-মীম গ্রুপের টেক্সটাইল জোন পরিদর্শন করেছেন।বুধবার সকালে গাজীপুরের নয়নপুর এলাকায় হা-মীম গ্রুপের টেক্সটাইল জোন পরিদর্শন করেন তারা।সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ মিরপুরের কমান্ডেন্ট মেজর জেনারেল মো. ফাইজুর রহমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

হা-মীম গ্রুপের মাওনা জোনের নির্বাহী পরিচালক লে. কর্নেল (অব) তৌফিক আহমেদ চৌধুরী জানান,পরিদর্শনকালে প্রথমেই ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে অতিথিদের কারখানা সম্পর্কে ধারণা দেওয়া হয়।পরে টেক্সটাইল,ডাইং ও সুইং ইউনিট ঘুরে দেখেন ২৫ দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা।

কারখানা পরিদর্শন শেষে দক্ষিণ আফ্রিকার বিমান বাহিনীর লে. কর্নেল ডে ওয়েট বলেন,বাংলাদেশের তৈরি পোশাক খাতে হা-মীম গ্রুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারখানার শ্রমিকেরাও দক্ষ।পুরো কারখানা দেখে আমরা মুগ্ধ।’

মেজর জেনারেল মো. ফাইজুর রহমান বলেন,বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের ওপর ধারণা দিতে ২৫ দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাকে হা-মীম গ্রুপের কারখানায় আনা হয়েছে। এদেশের শ্রমিকরা কীভাবে শ্রম দিয়ে গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রেখেছেন,অর্থনীতির চাকা সচল রাখছেন,সেই ধারণা নিয়েছেন তারা।’

আরও খবর

Sponsered content