সারাদেশের খবর

মেহেন্দিগঞ্জে চৌকিদার নিয়োগে ঘুষ বানিজ্য!

  প্রতিনিধি ২০ মে ২০২২ , ৪:১০:১৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:-বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের ৫-৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (চৌকিদার) নিয়োগ দেয়ার নামে গড়ে সাড়ে তিন লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।চাকরি প্রার্থীদের অভিযোগ ১৪ মে ২০২২ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন না করেই মুখীক পরীক্ষা ১৯ মে ২০২২ ধার্য্য করে যাদেরকে অনৈতিক পন্হায় নিয়োগ দেয়ার পরিকল্পনা তাদেরকেই ভাইভা বোর্ডে উপস্হিত থাকতে বলা হয়েছিল।

চাকরী প্রত্যাশীরা জানান,স্হানীয় সংসদ সদস্য,জেলা-উপজেলা প্রশাসনকে মিষ্টি খাওয়ানোর জন্য সাড়ে ৩লাখ টাকা খরচ বাবদ চাকরি প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নেয়ার অভিযোগ চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লার বিরুদ্ধে।তবে চেয়ারম্যানের কাছে এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে,সাংবাদিকের ওপর ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।অভিযোগকারীরা চাকরী প্রত্যাশীদের মোবাইল কল ট্রাকিংয়ের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উমোচ্চন করার দাবি জানিয়েছেন।চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগকারী ও সাংবাদিকদের মামলার হুমকি দেন।

বরিশাল হাতেম আলী কলেজের শিক্ষার্থী মোঃ তানিমুল ইসলাম সাকিব অভিযোগ করে বলেন,৬নং ওয়ার্ডে আমি সহ ৩জন প্রার্থী হলেও ইয়াসিন চৌকিদারের ছেলে চান মিয়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা।এনআইডি কার্ডে ৪নং ওয়ার্ড হলেও ভূয়া জন্ম নিবন্ধন ও আইডি কার্ড ব্যবহার করে আবেদন করে।অতঃপর মোঃ হুমায়ূন গাজী ও জাহাঙ্গীর চৌকিদারের মাধ্যমে চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লাকে টাকা দিয়ে ম্যানেজ করায় চেয়ারম্যান আমাকে সহ ২জনকে শর্ট(খাটো)অজুহাতে চৌকিদার হওয়া সম্ভব নয় বলে পরীক্ষায় অংশগ্রহন করতে নিষেধ করেছেন।চাঁন মিয়া সরাসরি বলেন,৪লাখ টাকার নিচে কারো চাকরী হবেনা।তানিমুল ইসলাম সাকিবের মতো যোগ্য প্রার্থী মোঃ হাফেজ মোল্লার ছেলে মোঃ রাসেল মোল্লার একই অভিযোগ ৪নং ওয়ার্ডের বাসিন্দা রহিম বেপারীর ছেলে মোঃ আব্বাস বেপারীর বিরুদ্ধে।মোঃ রাকিব নামে অপর প্রার্থীর একইসুরে অভিযোগ করে ।

মোঃ আব্বাস বেপারী সাংবাদিকদের জানান,আমার কাছে চেয়ারম্যান যে টাকা দাবি করছেন,আমার কাছে রেকর্ডিং আছে।সে আমাকে বাহেরচর গ্রামের মেম্বার নোমান মোল্লার অনুসারী অজুহাতে আড়াই লাখ টাকা দেয়ার কথা স্বীকার করলেও চাকরী না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাছ করে।তার ক্লাসফ্রেন্ড জয়নাল ফকিরের ভাতিজা কাসেম ফকিরের ছেলে রাকিবুল হাসান সাগরকে চাকরীতে চুয়ান্তভাবে নিয়োগ করতে সাড়ে ৩লাখ টাকা নিয়াছে।স্হানীয় মেম্বার মোঃ নোমান মোল্লার কাছে মোবাইল ফোনে দেয়া অভিযোগের কল রেকর্ডিংয়ে মাধ্যমে প্রমান মিলেছে।

এব্যাপারে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা সাংবাদিকদের বলেন,আমার বিরুদ্ধে ড্যাহা মিথ্যা,বানোয়াট অভিযোগ।চৌকিদার নিয়োগের দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার।দুটি ওয়ার্ডে ৬জন প্রার্থী।যারা লিখিত ও মুখীক পরীক্ষায় কৃতকার্য হবে।তারাই চৌকিদার পদে নিয়োগ পাবে।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ নুরনবী চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন,চৌকিদার নিয়োগে কোনো অনিয়ম-দূর্নীতি হয়নি।ঘুষ লেনদেনের সুযোগ নেই।

বরিশালের জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার সাংবাদিকদের জানান,ঘুষবানিজ্যের বিনিময়ে চৌকিদার নিয়োগের অভিযোগটি তদন্ত কমিটি গঠন পূর্বক অভিযোগ প্রমানিত হলে,প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

বরিশাল বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) মোঃ আমিনউল আহসান সাংবাদিকদের বলেন,অভিযোগটির সত্যতা যাচাইয়ের পর আইনগত ব্যবস্হা নেয়া হবে।

আরও খবর

Sponsered content