ইসলাম ও জীবন

জুমার রাত্রিতে এমন এক বছর যখন অধিক হারে ভূমিকম্প হবে

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৩ , ৫:২২:৫৮ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।আমরা সবাই জানি যে,বিগত ২০ বছরেও এত ভয়াবহ ভূমিকম্প ও ঘন ঘন ভূমিকম্প হয়নি৷হযরত কাসীর ইবনে মুররা (রহ) বলেন,”দীর্ঘ সত্তর বছর এই আলামতের জন্য অপেক্ষা করেছেন।”তিনি যখন অপেক্ষা করেছেন তখন এতগুলো কেয়ামতের আলামত প্রকাশ পায়নি।আর বর্তমানে কেয়ামতের ছোট আলামতগুলো প্রায় সবই প্রকাশ পেয়েছে।

কেন তা ব্যাখ্যা করছি –
কিতাবুল ফিতান এর ৬৩৮ নম্বর হাদিসে আছে,মধ্য-রমাদ্বানের জুমার রাত্রিতে একটা বিকট আওয়াজ প্রকাশিত হবে।রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়টাকে নির্দিষ্ট করার জন্য বলেছেন যে,”এটা হবে এক জুমার রাত্রিতে এমন এক বছর যখন অধিক হারে ভূমিকম্প হবে।”

আবার এটা পূর্বাকাশে পতিত হবে।সেসব অঞ্চলেই মধ্য-রমাদ্বান জুমাবারে পরেছে।আবার এই আলামত দেখার সাথে সাথে ১ বছরের খাদ্য মৌজুদ করার নির্দেশ দিয়েছেন।আর বর্তমান বিশ্বের খাদ্য সংকট সম্পর্কে সবাই জানি।তবে ৯০% মিল আছে,কিন্তু তারপরও নিশ্চয়তা না।আল্লাহ ভালো জানেন।আর ৬ তারিখ মাগরিবের পর থেকেই সাবধান হতে হবে।কারণ আরবি হিসাব অনুযায়ী রাত আগে আসে তাই বৃহস্পতিবার মাগরিবের পর থেকেই শুক্রবার (জুম্মার) শুরু!

৬ এপ্রিল মাগরিবের পর থেকে ৭ এপ্রিল মাগরীবের আগ পর্যন্ত সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন।ঘরে থাকবেন দরজা জানালা বন্ধ করে দিবেন।নিজেকে মোটা চাদরে আবৃত করে নিবেন।

আল্লাহ ভালো জানেন।এখন নাও প্রকাশ পেতে পারে,কিন্তু আমাদের সাবধান থাকা জরুরী।আল্লাহ আমাদের সবাইকে সকল দূর্যোগ হতে রক্ষা করুণ,,, আমিন,,,,

আরও খবর

Sponsered content