সারাদেশের খবর

কাহালুতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২২ , ৩:৩৮:২১ প্রিন্ট সংস্করণ

কাহালু উপজেলা প্রতিনিধি।। বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার(১৬ ডিসেম্বর ২০২২) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পরপর উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কাহালু পৌরসভা, কাহালু থানা, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ কাহালু প্রেস ক্লাব, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, আবহানী ক্রীড়াচক্র, কাহালু সরকারি কলেজ, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজে।

এছাড়াও সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন কাহালু উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও সামাজিক সংগঠন।

সকালে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা অনুষ্ঠানিক ভাবে উত্তোলন ও কুচকাওয়াজ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা ও কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

পরে বীরমুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, রওশন আকতার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু টেকনিক্যাল এ্যান্ড কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ রাইসুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ লিয়াকত আলী সরদার, মোজাম্মেল হক, ফজের আলী, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, সহকারি প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ, তাইরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, কাহালু প্রেস ক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

আরও খবর

Sponsered content