প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ৯:২৩:৫২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।দীর্ঘ ১৮ বছর বেগম খালেদা জিয়ার পাশে থাকার স্বীকৃতি হিসেবে তারেক রহমান আজ ফাতেমাকে খালেদা জিয়ার “বোন” হিসেবে আইনি ও পারিবারিক মর্যাদা দিয়েছেন।

ফাতেমা,যিনি শুরুতে আপনার পরিবারের কাজের বেটি ছিলেন,কঠিন সময়গুলোতে বেগম জিয়ার পাশে ছিলেন। বিশেষ করে ২০১৮ সালে যখন বেগম জিয়া জেলে ছিলেন, তখন ফাতেমা আদালতের অনুমতি নিয়ে স্বেচ্ছায় জেলের ভিতরে গিয়ে ৭৭৮ দিন তার সেবায় ছিলেন।
তারেক রহমান এক সামাজিক ও আইনি ঘোষণা দিয়ে বলেছেন, “আজ থেকে ফাতেমা শুধুমাত্র কাজের বেটি নন – তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র কন্যা এবং আমাদের পরিবারে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত।আমার বাবা-মায়ের সব সম্পত্তি থেকে আইনি অধিকারও ফাতেমার জন্য নিশ্চিত করা হবে।”
পরিবারিক সূত্রে জানা যায়,ফাতেমা দীর্ঘদিন ধরে পরিবারের ছায়া সঙ্গী হিসেবে ছিলেন,এবং তার ত্যাগ ও নিবেদনকে মর্যাদা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘোষণার মাধ্যমে ফাতেমা শুধুমাত্র পারিবারিক বন্ধনের দিক থেকে নয়,আইনি ও সামাজিক মর্যাদার দিক থেকেও স্বীকৃতি পেলেন।
















