আন্তর্জাতিক

স্বল্প খরচে আন্তর্জাতিকভাবে ৫৭টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে-সৌদি আরব

  প্রতিনিধি ২১ জুলাই ২০২৫ , ৭:৪১:৩১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সৌদি আরব ২০৩০ সালের মধ্যে একটি নতুন স্বল্প বাজেটের জাতীয় বিমান সংস্থা গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে,যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৮১টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানানো হয়,নতুন এই বিমান সংস্থার বিমান বহরে থাকবে ৪৫টি উড়োজাহাজ।এর মাধ্যমে সৌদি আরবের বেসামরিক বিমান পরিবহন খাতকে আধুনিক ও বিস্তৃত করার পরিকল্পনা করছে সরকার।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে,সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জনপ্রিয় এয়ারলাইনস এয়ার অ্যারাবিয়া একটি কনসোর্টিয়ামের অংশ হিসেবে এই নতুন বিমান সংস্থা পরিচালনার দায়িত্ব পেয়েছে।প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত এই জোটে আরও দুটি প্রতিষ্ঠানও যুক্ত রয়েছে।বিষয়টি নিশ্চিত করেছে সৌদি জেনারেল অথোরিটি অব সিভিল অ্যাভিয়েশন।

নতুন স্বল্প খরচের বিমান সংস্থাটির প্রধান কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর।এখান থেকেই সংস্থাটি অভ্যন্তরীণভাবে ২৪টি এবং আন্তর্জাতিকভাবে ৫৭টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য বছরে প্রায় এক কোটি যাত্রী পরিবহন করা। পর্যটন খাতকে উৎসাহিত করা এবং দেশের অর্থনীতিকে গতিশীল করাই এর অন্যতম উদ্দেশ্য। ভ্রমণ সহজলভ্য ও সাশ্রয়ী হওয়ার ফলে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে বলেও আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সৌদি সরকার ২০৩০ ভিশনের অংশ হিসেবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে বড় ধরনের বিনিয়োগ করছে, যার মাধ্যমে দেশটির অর্থনীতিকে তেল-নির্ভরতা থেকে সরে এনে বহুমুখীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content