অপরাধ-আইন-আদালত

কুমিল্লায় আত্নহত্যার নাটক সাজিয়ে খুনের ঘটনা ধামাচাপা!

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২২ , ৯:৩৩:৫৬ প্রিন্ট সংস্করণ

দেবিদ্বার উপজেলা প্রতিনিধি :-কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নে মা- মেয়ে ছেলে মিলে গিয়াস উদ্দিন নামে এক বৃদ্ধাকে খুন করে আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ করেছেন এলাকাবাসীর ।

গত ২৬/০৮/২২ইং রোজ বুধবার বিকালে পারিবারিক কলহের জের ধরেই অসুস্থ বাবাকে বড় মেয়ে লিমা আক্তার মারধর করে ধাক্কা দেয় এবং পরে কাঠের লাকরি দিয়ে মারধর করে বুকে লাথি তলপেটে আঘাত করেছে বলে নিহতের গিয়াস উদ্দিনের বোনদের অভিযোগ ।

সরজমিনে অনুসন্ধানে জানাযায়, নিহত গিয়াসউদ্দিনের ছোট ভাই প্রবাসী কাইয়ুমের স্ত্রী মোসাম্মদ ইয়াসমিন বেগম অপরাধ সাংবাদিকদের বলেছেন বুধবার আনুমানিক বিকেল ৩টার দিকে মেয়ের বিয়ে ব্যাপারে যুক্তি পরামর্শ করতে আমার বড় ভাবি নিহত গিয়াসউদ্দিনের স্ত্রী রিনা বেগম ডেকে নিয়ে মেয়ে কিভাবে কি করব পরামর্শ চান।

এর মধ্যে ঘরে থাকা অসুস্থ গিয়াস উদ্দিন কোন কাজকর্ম করতে পারছেনা তিনি তার জন্য ছেলে-মেয়ে, সহধর্মিণী কাছে ছিল না আশ্রয় বলে আভিযোগ করেন এলাবাসি ছোট ভাইয়ের বউ ইয়াসমিন ।

ছোট মেয়ের জামাইয়ের বাড়ি থেকে মেয়েকে উঠিয়ে দেওয়ার কথা ছিল অসুস্থ গিয়াসউদ্দিনের পারিবারিক কলহের জেরধরে নিহতের মা-বাবাকে রিনা বেগম গালাগাল দিলে নিহত গিয়াসউদ্দিন ছোট ভাইয়ের বউ ইয়াসমিনকে বলেন তুমি দেখ বোন আজ আমি সংসারে বড় বোঝা হয়ছি।

তিন মেয়ে এক ছেলে জনক ছিলেন নিহত গিয়াসউদ্দিন ইয়াসমিন বেগম বলেন আমার ঘরে দরজায় এসে দাড়ালে বড় মেয়ে লিমা ও তার মা রিনা বেগম আমার ঘরের ভিতর দিয়ে এসে আবার মারধর শুরু করে, এবং লিমা তার বাবাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ঘর দরজা থেকে বাইরে ফেলে দিলে গিয়াসউদ্দিন অজ্ঞান হয়ে যায় এবং নাকে-মুখে ফেনা ছেড়ে দেয় বেশ কিছুক্ষণ পরে তিনি সাভাবিক হন ।

তিন মেয়ে এক ছেলে জনক ছিলেন নিহত গিয়াসউদ্দিন ইয়াসমিন বেগম বলেন আমার ঘরে দরজায় এসে দাড়ালে বড় মেয়ে লিমা ও তার মা রিনা বেগম আমার ঘরের ভিতর দিয়ে এসে আবার মারধর শুরু করে, এবং লিমা তার বাবাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ঘর দরজা থেকে বাইরে ফেলে দিলে গিয়াসউদ্দিন অজ্ঞান হয়ে যায় এবং নাকে-মুখে ফেনা ছেড়ে দেয় বেশ কিছুক্ষণ পরে তিনি সাভাবিক হন ।

গিয়াস উদ্দিনের ছেলে রাব্বি বাড়িতে আসলে ছেলের কাছে নালিশ দিলে ছেলে রাব্বি বলেন ভাল কাজ করছে।

আরও খবর

Sponsered content