অর্থনীতি

সিটি ব্যাংক নিয়ে এলো বিকাশ গ্রাহকদের জন্য কোনো কাগজপত্র ছাড়া মুহূর্তেই লোন নেওয়ার সুবিধা

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৩ , ২:১১:১১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিকাশ লোন লিমিট কত? প্রথমে ১০ হাজার টাকা ঋণ প্রদান করা হয় এবং পরবর্তীতে প্রথম ঋণ পরিশোধ করলে ১৫ হাজার টাকা ঋণ প্রদান করে সিটি ব্যাংক। সুদ বাবদ খুব কমই সুদ প্রদান করতে হয়। ১৫ হাজার টাকার জন্য সর্বমোট ২৭১ টাকা তিন মাসে কর্তন করবে। দ্বিতীয় ঋণ সফলভাবে পরিশোধ করলে ৩য় ঋণ ২০,০০০ টাকা দেওয়া হয়।

বিকাশ লোন পরিশোধ – ব্যাংক লোন এখন আপনার হাতের মুঠোয়! কারণ, সিটি ব্যাংক নিয়ে এলো বিকাশ গ্রাহকদের জন্য কোনো কাগজপত্র ছাড়া মুহূর্তেই লোন নেওয়ার সুবিধা। কেন বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে লোন নেবেন কারণ বিকাশে আবেদন করার সাথে সাথেই লোন পাবেন। বিকাশে ৩ মাস মেয়াদী লোন পাওয়া যায়। এজন্য কোনো ব্যাংক একাউন্ট বা জামানত লাগবে না। কোনো কাগজ-পত্র লাগবে না। একাউন্ট ব্যালেন্স থেকেই অটো-কিস্তি পরিশোধের সুবিধা রয়েছে তাই কিস্তি জমার ঝামেলা নাই। লোনের উপর ব্যাংক প্রসেসিং ফি ০.৫৭৫% (০.৫% + ভ্যাট) টাকা সব মিলিয়ে ১৫ হাজার টাকার জন্য ১৮৫ টাকা সুদ দিতে হবে এবং প্রসেসিং ফি বাবদ ৮৬.২৫ টাকা কাটবে।

আরও খবর

Sponsered content