প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৪ , ৩:৩৫:১৪ প্রিন্ট সংস্করণ
চাঁদপুর জেলা প্রতিনিধি।।চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর,লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে মামলাটি করেন মায়ার প্রতিবেশী মো. শিপন।

মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।আজ সোমবার সকালে মোহনপুর এলাকা থেকে মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরজু সরকার,জুয়েল,জীবন সরকার, মো. নবীর,মো. সিফাত ও মো. জুয়েল। তাঁদের বাড়ি মোহনপুর এলাকায়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন,আজ সকালে মোহনপুর এলাকা থেকে পুলিশ মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে।পরে দুপুরে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত শনিবার রাত ৯টার দিকে মোহনপুর এলাকায় মোফাজ্জল হোসেন চৌধুরীর তিনতলা ও দোতলা দুটি বাড়িতে কিছু দুর্বৃত্ত ও বিক্ষুব্ধ লোকজন ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।দুটি বাড়ির দরজা,জানালা,আসবাবপত্রসহ আরও কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।বেশ কিছু মালামাল লুট করে ট্রাক দিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।পরে তিনতলা ও দোতলা বাড়ির নিচতলায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।এতে বাড়ি দুটির নিচতলার প্রায় সব কক্ষ ও জিনিসপত্র পুড়ে গেছে।বাড়ি দুটির পেছনে কয়েকটি টিনের ঘরেও অগ্নিসংযোগ করা হয়েছে।এ সময় দুটি বাড়িতে মোফাজ্জল হোসেন চৌধুরী ও তাঁর পরিবারের কোনো সদস্য ছিলেন না।তবে টিনের ঘরে মোফাজ্জল হোসেনের দু-একজন স্বজন ছিলেন।তাঁরা অক্ষত আছেন।
















