প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৪ , ৩:০৩:১১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ সোমবার তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়।
দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান,আনিসুল হক মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।তিনি নিজ নামে কসবা, ত্রিশাল ও পূর্বাচলে ৬ দশমিক ৮০ একর জমি কিনেছেন। তাঁর সিটিজেন ব্যাংক এবং এক্সিম বাংলাদেশ ব্যাংকের ৪০ কোটি ১০ লাখ টাকার শেয়ার আছে।এ ছাড়া সঞ্চয়পত্র, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর মোট জমা ও বিনিয়োগের পরিমাণ ২৩ কোটি ২৬ লাখ ৭৯ হাজার ৮৮৪।এ ছাড়া মন্ত্রীর চারটি গাড়ি ও একটি মোটরসাইকেল রয়েছে।
এদিকে আইনজীবী তৌফিকা করিমের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক।অভিযোগ রয়েছে তৌফিকা করিম সিটিজেন চার্টার ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় আনিসুল হক কানাডাসহ বিভিন্ন দেশে কোটি কোটি টাকা পাচার করেছেন। এ ছাড়া তৌফিকার নামে-বেনামে দেশে-বিদেশে অঢেল সম্পদ রয়েছে।