খেলাধুলা

শূন্য রানে ৭ উইকেট নিলেন নারিন

  প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ৩:২২:২১ প্রিন্ট সংস্করণ

0Shares

অনলাইন ডেস্ক রিপোর্ট।।কি অবিশ্বাস্য বোলিং!যে কোনো ধরনের ক্রিকেটই হোক,শূন্য রানে একজন বোলার ৭ উইকেট শিকার করবেন, ভাবা যায়?ওয়েস্ট ইন্ডিজের বিস্ময় স্পিনার সুনিল নারিন সেই অবিশ্বাস্য কাজটিই করেছেন ঘরোয়া লিগে।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর (টিঅ্যান্ডটি) পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচটি ছিল টিঅ্যান্ডটি ক্রিকেট বোর্ড প্রিমিয়ার ডিভিশন ওয়ানের। চার দিনের এই ম্যাচে নারিন মাঠে নামেন কুইনস পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে,প্রতিপক্ষ ছিল ক্লার্ক রোড ইউনাইটেড।

ম্যাচে ৬.৪ ওভার বল করে ৬টিই মেইডেন নিয়েছেন নারিন। শূন্য রান দিয়ে শিকার ৭ উইকেট। বোলিং ফিগার: ৬.৪-৬-০-৭!

ক্লার্ক রোডের শেষ ৭ উইকেট তুলে নেন ডানহাতি এ অফ স্পিনার। এর মধ্যে চারজন আউট হন ক্যাচ দিয়ে,দুজন এলবিডব্লিউ আর একজন বোল্ড।

শুধু এই ম্যাচেই নয়,গত তিনটি ম্যাচে নারিন ৩১টি উইকেট নিয়েছেন।তার মধ্যে টানা চারটি ম্যাচে ইনিংসে পাঁচ উইকেট।

কিছুদিন পরেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে শহরে চলে আসবেন নারিন।তার আগে বিধ্বংসী ছন্দে পাওয়া গেল ওয়েস্ট ইন্ডিজ়ের এই স্পিনারকে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares