ব্যবসা ও বাণিজ্য সংবাদ

মিড-রেঞ্জে কোনো ব্র্যান্ড-নিউ হ্যান্ডসেট কেনার পরিকল্পনা করছেন

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৫০:২৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।iQOO গতকাল ভারতের বাজারে ৩০,০০০ টাকারও কম দামে iQOO Neo 7 5G নামক একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। তাই যারা হালফিলে মিড-রেঞ্জে কোনো ব্র্যান্ড-নিউ হ্যান্ডসেট কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি দারুণ সুসংবাদ। উল্লেখ্য যে, ৩০,০০০ টাকার আশেপাশে চলতি সময়ে এদেশের বাজারে একাধিক স্মার্টফোন উপলব্ধ রয়েছে, যার মধ্যে অন্যতম দুটি হল Nothing Phone (1) এবং OnePlus Nord 2T 5G। লঞ্চ হওয়ার পর থেকেই এই হ্যান্ডসেট দুটি ইউজারমহলে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। সেক্ষেত্রে ক্রেতাদের মনে এখন নিশ্চয়ই এই প্রশ্ন আসছে যে, iQOO-র নয়া স্মার্টফোনটিতে এমন কোন কোন বিশেষ ফিচার পাওয়া যাবে, যার জন্য চলতি সময়ে এটি কেনা ফায়দাজনক বলে প্রমাণিত হতে পারে? ক্রেতাদের সুবিধার্থে আজকের এই প্রতিবেদনে আমরা iQOO Neo 7 5G, Nothing Phone (1) এবং OnePlus Nord 2T 5G – এই তিনটি ডিভাইসের ফিচার, স্পেসিফিকেশন এবং দামের মধ্যে তুল্যমূল্য বিচার করতে চলেছি। এবার এই আর্টিকেলটি পড়ে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন যে, কোন স্মার্টফোনটি কেনা আপনাদের জন্য ফায়দাজনক হবে।

iQOO Neo 7 5G vs Nothing Phone (1) vs OnePlus Nord 2T 5G: ডিজাইন ও ডিসপ্লে

আইকো নিও ৭ ৫জি এবং ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি উভয় ডিভাইসেই গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ব্যাক সহ প্লাস্টিক ফ্রেম বিদ্যমান, তবে নাথিং ফোন (১)-এ গ্লাস ফ্রন্ট এবং গ্লাস ব্যাক সহ অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে। এছাড়া, আইকো, ওয়ানপ্লাস, এবং নাথিং-এর ফোন তিনটিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ যথাক্রমে ৬.৭৮ ইঞ্চি, ৬.৪৩ ইঞ্চি এবং ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। উল্লেখ্য যে, ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি-র ডিসপ্লেটি ৯০ হার্টজ এবং অন্য দুটি ডিভাইসের স্ক্রিন ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে।

আরও খবর

Sponsered content