ব্যবসা ও বাণিজ্য সংবাদ

পর্যাপ্ত মজুত ও সরবরাহ থাকা সত্ত্বেও হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন ক্রেতারা!

  প্রতিনিধি ১১ মে ২০২৩ , ২:৪১:৩৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রতিনিধি।।দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তে গত ১৫ দিনের ব্যবধানে পেঁয়াজের কেজিতে বেড়েছে ২০-২৫ টাকা।পর্যাপ্ত মজুত ও সরবরাহ থাকা সত্ত্বেও হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন ক্রেতারা।তবে দাম বাড়ার কারণ জানেন না খোদ আড়তদার ব্যবসায়ী সমিতির নেতারা।

বুধবার (৮ মে) দুপুরে খাতুনগঞ্জে গিয়ে দেখা গেছে,ট্রাকে ট্রাকে দেশের বিভিন্ন স্থান থেকে আসছে পেঁয়াজ। দিনে ২৫-৩০ ট্রাক ঢুকছে খাতুনগঞ্জের আড়তে।প্রতি ট্রাকে ১৫ টন ধারণক্ষমতা। প্রতি আড়তে পর্যাপ্ত মজুত আছে।

ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন,প্রায় দুই মাস ধরে দেশের সবগুলো স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।এ অবস্থায় দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়ে চাহিদার জোগান দিতে হচ্ছে। জোগান কমে আসার শঙ্কায় দাম বেড়েছে।এখন খাতুনগঞ্জে পাইকারিতে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা।

নগরীর বহদ্দারহাট কাঁচা বাজারে গিয়ে দেখা গেছে,মানভেদে খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা। বাজারের খুচরা ব্যবসায়ী আলী হোসেন বলেন,৫৫ টাকা কিনে ৬০ টাকা বিক্রি করছি। আমাদের লাভ সীমিত।’

আরও খবর

Sponsered content