ব্যবসা ও বাণিজ্য সংবাদ

দিনাজপুরে কাঁচা মরিচ ১৪০টাকায় বিক্রি!

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৩৬:৫৬ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর জেলা প্রতিনিধি।।ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের হিলিতে দিন দিন কাঁচামরিচের দাম বাড়ছে।কয়েক দিনের ব্যবধানে কেজিতে ২০-২৫ টাকা দাম বেড়েছে।আমদানিকারকদের দাবি কাঁচামরিচ আমদানি শুরু হলে বাজারে দাম কমে আসবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে,তিনদিন আগে কাঁচামরিচের আড়তে দাম ছিল ১০০ টাকা।খুচরা বাজারে সেটি ১১০ টাকায় বিক্রি হচ্ছিল।সেই কাঁচামরিচ এখন পাইকারি বাজারে ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে।আবার খুচরা বাজারে সেটি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আড়তদার আসলাম হোসেন বলেন,প্রতিদিন কাঁচামরিচসহ কাঁচাপণ্যের দাম ওঠানামা করে।বাজারে চাহিদা থাকলে দাম বাড়ে আবার চাহিদা কম থাকলে দাম কমে যায়।কয়েক দিনের তুলায় হিলি বাজারে চাহিদা বাড়ায় কেজিপ্রতি ২০-২৫ টাকা বেড়েছে।

চারমাথা এলাকার ষাটোর্ধ্ব মালেক মিয়া বলেন,বাবারে তোমাক (তোমাকে) আর কি কমু।বাড়িতো বুড়িটাকে নিয়ে তিনজনের সংসার। তিনবেলা খাবার কিনতে মোক (আমার) হিমসিম খাবার নাগোছে।’

মরিচ ক্রেতা শিক্ষক আজিজ বলেন,‘বাজারে কাঁচাপণ্যসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি পেয়েছে।আমাদের কিছু করার নেই। তিনদিন আগে ৯৫ টাকা মরিচ কিনেছি।এখন ১৪০ টাকা।’

আলতাব হোসেন নামের এক বিক্রেতা বলেন,আমাদের কিছু করার নেই।আমরা আড়তে যে দামে ক্রয় করি তার থেকে দু-এক টাকা বেশি দামে বিক্রি করি।

বিপ্লব হোসেন নামে এক ব্যবসায়ী জানান,এখন দেশের অনেক অঞ্চলে কাঁচামরিচের আবাদ নেই।অন্যবার জমিতে যেভাবে কৃষকরা আবাদ করেছিল এবারে তার চেয়ে কম আবাদ হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে ৩০-৪০ টাকা বেড়েছে।

আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন,ইমপোর্ট পারমিট (আইপি) না থাকায় প্রায় ছয় মাস ধরে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ।এর কারণে মূল্যবৃদ্ধি পেয়েছে।

আরও খবর

Sponsered content