ব্যবসা ও বাণিজ্য সংবাদ

কৃষক দাম পেলে আগামীতে আরও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি করবে-টিটু

  প্রতিনিধি ৪ মার্চ ২০২৪ , ৪:৩৮:২০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘কৃষকরা পেঁয়াজ উচ্চ দাম পাচ্ছে,তাই দাম কমানো হচ্ছে না।কৃষক দাম পেলে আগামীতে আরও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি করবে।’

আজ সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মৌসুমের সময়ে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০-৪০ টাকা হয়, এ সময়ে এসে দাম এত বেশি কেন জানতে চাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন,কৃষক যাতে পেঁয়াজের দাম পায় সেদিকে জোর দেওয়া হচ্ছে। এছাড়া বাজারে অন্য দ্রব্যের দাম বেড়েছে,তাই পেঁয়াজের দামও বেড়েছে।’

আহসানুল ইসলাম টিটু বলেন,কৃষি পণ্য উৎপাদন হয়, কৃষকরা যদি মূল্য পায় তাহলে উৎপাদন বাড়বে।আমরা মাঠ পর্যায়ে তদারকি করছি,এবার হাটগুলোতে ৮০-১০০ টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যা গত বছর অর্ধেক ছিল, এটা ঠিক।’

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রমজান উপলক্ষে এবার কোনো পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ নেই। কারণ, যথেষ্ট সরবরাহ আছে।আমাদের প্রত্যেকটি বড় তেল উৎপাদনকারী ফ্যাক্টরি ভোক্তা অধিদপ্তর থেকে পরিদর্শন করা হয়েছে।তেলের মূল্য ঠিকভাবে লেখা হচ্ছে কিনা সেটি পরিদর্শন শেষ। ডিসিদের আমরা বলেছি,বাজার মনিটরিং করতে। পরিবহন ব্যবস্থা যাতে শৃঙ্খলিত থাকে এবং সরবরাহে কোথাও যাতে প্রতিবন্ধকতা না হয়,সেই বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দিয়েছি।’

আরও খবর

Sponsered content