কৃষি সংবাদ

মা গরু তথা গাভীর প্রতিদিন পরিচর্চার নিয়ম:

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২২ , ৪:০৬:৫২ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।গরু পালন ব্যবস্থাপনা সম্পর্কে কিছু তথ্য। অধিকাংশ আপনারা জানেন এরপরও তথ্যগুলো একত্র আপনাদের কাজে লাগবে।

মা গরু তথা গাভীর প্রতিদিন পরিচর্চার নিয়ম:

১. গাভীর লাইভ ওয়েট অনুযায়ী খাদ্য প্রদান করতে হবে।
২. পরিমিত পরিমাণ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে।
৩. নিয়মিত গাভীকে গােসল করাতে হবে।
৪.প্রতিদিন সঠিক সময়ে খাদ্য প্রদান করতে হবে
৫. গােবর ও মূত্র নিয়মিত পরিস্কার করতে হবে।
৬. গাভীর ঘর সংলগ্ন ড্রেন নিয়মিত পরিস্কার করতে হবে।
৭.খাদ্য সরবরাহের পূর্বে খাদ্যের পাত্র পরিস্কার করতে হবে।
৮. খাদ্য সংরক্ষন ঘর পরিস্কার করতে হবে।
৯.শুস্ক আঁশ জাতীয় খাদ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত অবস্থায় পরিবেশন করতে হবে অর্থাৎ ছােট আকারে কেটে দিলে ভালাে হয়।
১০. দানাদার খাদ্য সঠিকভাবে ভেঙে দিতে হবে।
১১. ভেজালমুক্ত খাবার পরিবেশন করতে হবে।
১২.২-৪ মাস পর পর ভেটেরিনারিয়ানের সহায়তায় গােবর পরীক্ষা করে দেখতে হবে গাভী কৃমি আক্রান্ত কিনা। প্রয়ােজনে খামারে কৃমিনাশক ব্যবহার করতে হবে।
১৩. নিয়মিত রােগ প্রতিষেধক টিকা প্রয়ােগ করতে হবে।
১৪. গাভীর চিকিৎসায় অবহেলা করা চলবে না।
১৫. গরমের পরিবেশে গাভীর জন্য ফ্যানের ব্যবস্থা করা যেতে পারে।
১৬. গাভীর থাকার স্থান পরিস্কার ও শুষ্ক রাখতে হবে।

আরও খবর

Sponsered content