সারাদেশ

মানিকগঞ্জে ডিসি অফিসে স্বতন্ত্র প্রার্থীকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ভিডিও ভাইরাল

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ১২:৪৪:৪০ প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জে ডিসি অফিসে স্বতন্ত্র প্রার্থীকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ভিডিও ভাইরাল

নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বের করে দেওয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওতে দেখা যায়,প্রশাসনিক বৈঠকের মধ্যেই ওই প্রার্থীকে ঘাড় ও কাঁধে ধাক্কা দিয়ে কক্ষের বাইরে বের করে দেওয়া হচ্ছে।

ঘটনাটি ঘটে মানিকগঞ্জ ডিসি অফিসের কনফারেন্স রুমে। ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যায়,উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাদের সামনেই স্বতন্ত্র প্রার্থীকে অপমানজনক আচরণের শিকার হতে হয়।এ সময় তিনি প্রতিবাদ করার চেষ্টা করলেও তাকে জোরপূর্বক কক্ষ ত্যাগে বাধ্য করা হয়।

ঘটনার পর থেকেই নির্বাচনের সুষ্ঠুতা ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনের সামনে যদি একজন বৈধ প্রার্থী এভাবে হেনস্তার শিকার হন,তাহলে নির্বাচনের দিন সাধারণ ভোটারদের নিরাপত্তা ও অধিকার কতটা নিশ্চিত—তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক।

এ বিষয়ে ভুক্তভোগী স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করে বলেন,
“আমি একজন বৈধ প্রার্থী হিসেবে প্রশাসনের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম।কিন্তু সেখানে আমার সঙ্গে যে আচরণ করা হয়েছে,তা শুধু আমার ব্যক্তিগত অপমান নয়—এটা পুরো নির্বাচনী ব্যবস্থার ওপর আঘাত।”

এ ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে ‘পাতানো নির্বাচন’-এর পূর্বাভাস বলে মন্তব্য করছেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content