সারাদেশ

আড়াই কেজি ওজনের ইলিশ ধরা পড়েছে

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ৪:২৮:২২ প্রিন্ট সংস্করণ

শৈলকুপা(ঝিনাইদহ)প্রতিনিধি।।ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নলখোলা এলাকার গড়াই নদীতে ইলিশ মিলেছে।শুক্রবার ৩০ সেপ্টেম্বর এক ব্যক্তির জালে আড়াই কেজি ওজনের এই ইলিশ ধরা পড়ে। ইলিশ ধরা পড়ার খবরে মানুষ দেকতে ভীড় করে।

তথ্য নিয়ে জানা গেছে, প্রতি বছর আষাড় মাসে গড়াই নদীতে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ে।কয়েক বছর এই মাছ সচরাচর ধরে পড়েনি।

কিন্তু এ বছর প্রচুর পরিমান ইলিশ ধরা পড়েছে। শৈলকুপার গনমাধ্যম কর্মীরা জানান,গড়াই নদীর ইলিশ এক থেকে তিন কেজি ওজনের হয়ে থাকে।শুক্রবার যে ইলিশটি ধরা পড়েছে তার ওজন আড়াই কেজি।

আরও খবর

Sponsered content