অপরাধ-আইন-আদালত

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:০৭:৪৮ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নেতারা আদালত বর্জন কর্মসূচি সোমবার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন৷

রোববার (১২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকের পর তারা কর্মসূচি প্রত্যাহারে ঘোষণা দেন।

আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঞা ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন বিষয়টি নিশ্চিত করেছেন।তবে বৈঠকে মন্ত্রীর সঙ্গে এ দুই নেতার কি বিষয়ে কথা হয়েছে এবং তাদের কোন কোন দাবি মেনে নিয়েছেন তা জানা যায়নি।

বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক জানান,আইনজীবীরা আদালত বর্জনের কর্মসূচি প্রত্যাহার করবে এবং তারা আগামীকাল আদালতে যাবেন।

ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলে আদালত বর্জন করে আসছেন আইনজীবীরা। গত ১ ডিসেম্বর আইনজীবীরা মামলা দাখিল করতে গেলে বিচারক মোহাম্মদ ফারুক মামলা না নিয়ে তাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ আইনজীবীদের।এ ঘটনায় ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে বিচারক ফারুকের আদালত বর্জনের ঘোষণা দেন।এছাড়া বিচারকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ৪ জানুয়ারি কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারীরা।

পরবর্তীতে তাদের দাবি আদায় না হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুনরায় আদালত বর্জনের ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা।

আরও খবর

Sponsered content