সারাদেশ

বিশ্ব শিশু দিবস উদযাপনে বরিশালে নানান কর্মসূচি

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৩ , ৫:৩৪:৫৮ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি।।শালিণ্য সামাজিক সংগঠন এর আয়োজনে বরিশালের বিভিন্ন কলোনীর সুবিধাবঞ্চিত শিশুদের বিনোদন ও মানসিক স্বাস্থ্য অক্ষুন্ন রাখতে বছরব্যাপী নানান কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় এ বছরও জাতিসংঘ ঘোষিত ২০নভেম্বর বিশ্ব শিশু দিবসে নগরীর কসাইখানা, কলাপট্টি ও রসূলপুর চরের শতাধিক শিশুকে নিয়ে বিকেল ৩টায় র‌্যালি করে, কেক কাটা, ছবি আকা, গল্পবলা, গান, নৃত্য ও করে এবং আকর্ষনীয় করতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারনা দিয়ে মাদকে যেন না শিশুরা জড়িয়ে না পরে বা এর প্রতিকারের লক্ষ্যে শিশুদের কে নিয়ে পথ নাটক পরিবেশন করে শিশুরা।

শিশু সনদের বিভিন্ন ধারার সাথে অসংগতিপূর্ণ বিষয়গুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে বিশ্ব নেতাদের কাছে খোলা চিঠি লিখেছে কিশোর- কিশোরীরা।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব কাউন্সিল বরিশাল বিভাগীয় প্রতিনিধি কিশোর চন্দ্র বালা।
অনুষ্ঠান পরিচালনা করেন শালিণ্য অফিস নির্বাহী জিসান হাওলাদার ও শালিণ্য স্যাটেলাইট স্কুলের শিক্ষক নাদিয়া আক্তার।

এই সময় কিশোর চন্দ্র বালা বলেন, বিশ্ব শিশু দিবসে আমরা আজ বিভিন্ন সামাজিক গঠনমূলক কার্যক্রম হাতে নিয়েছি এবং আজকের এই আয়োজনে শিশুদের সামনের দিনগুলোতে কি কি করনীয় সম্পর্কে অবহিত করি এবং সামনে তাদের পড়াশোনার পাশাপাশি কিভাবে তারা আর্ত মর্যদা সম্পূর্ণ মানুষ হবে তা নিয়ে আলোচনা করে তাদের বুঝিয়েছি এবং আমরা প্রতি বছর বিশ্ব শিশু দিবসে ভিন্নভাবে করার ধারাবাহিকতার লক্ষ্যে আজকের এই আয়োজ সুন্দর ভাবে শেষ হয়েছে।

আরও খবর

Sponsered content