আরো

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন শুভ জন্মদিন

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ১:০৮:৫৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:-তসলিমা নাসরিন শুভ জন্মদিন জন্ম: ২৫ আগস্ট ১৯৬২ বিতর্কিত ও জনপ্রিয় কবি, সাহিত্যিক ও চিকিৎসক।বিতর্কিত লেখিকা হিসেবেই পরিচিতি।

১৯৮২ তসলিমা কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র প্রেমে পড়েন এবং গোপনে বিয়ে করেন।] ১৯৮৬ তাদের বিবাহ-বিচ্ছেদ ঘটে। ১৯৯০ বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক নাঈমুল ইসলাম খানের সাথে তার বিয়ে এবং ১৯৯১ সালে বিচ্ছেদ হয়। তিনি ১৯৯১ সালে সাপ্তাহিক বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদকে বিয়ে করেন এবং ১৯৯২ সালে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়। তসলিমার কোন সন্তানাদি নেই।
বার বার স্বামী বদলের কারনের চাইতেও বেশি সমালিচিত হয়েছেন, তাঁর লেখার বিষয় নিয়ে। ব্যাক্তিগত জীবনাচার, তিনি লিখেছেন গ্রন্থে।

পাঠক ধরে রাখার অসাধারণ ক্ষমতা আছে তাঁর । আজ ২৫ আগস্ট, তসলিমা নাসরীনের জন্মদিন।

বিংশ শতাব্দীর আশির দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে প্রবেশ করে তসলিমা এই শতকের শেষের দিকে নারীবাদী ও ধর্মীয় সমালোচনামূলক রচনার কারণে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। তিনি তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী মতবাদ প্রচার করায় ইসলামপন্থীদের রোষানলে পড়েন ও তাদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন। তিনি কিছুকাল যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন।এরপর তিনি ভারত সরকার কর্তৃক ভারতে অজ্ঞাতবাসে অবস্থানের সুযোগ পান। বর্তমানে তিনি দিল্লিতে বসবাস করছেন।

গ্রন্থ তালিকা

কবিতা
শিকড়ে বিপুল ক্ষুধা, ১৯৮১
নির্বাসিত বাহিরে অন্তরে, ১৯৮৯
আমার কিছু যায় আসে না , ১৯৯০
অতলে অন্তরীণ, ১৯৯১
বালিকার গোল্লাছুট, ১৯৯২
বেহুলা একা ভাসিয়েছিল ভেলা, ১৯৯৩
আয় কষ্ট ঝেঁপে, জীবন দেবো মেপে, ১৯৯৪
নির্বাসিত নারীর কবিতা, ১৯৯৬
জলপদ্য, ২০০০
খালি খালি লাগে, ২০০৪
কিছুক্ষণ থাকো, ২০০৫
ভালোবাসো? ছাই বাসো!, ২০০৭
বন্দিনী, ২০০৮
প্রবন্ধ সংকলন
নির্বাচিত কলাম, ১৯৯০
যাবো না কেন? যাব, ১৯৯১
নষ্ট মেয়ের নষ্ট গল্প, ১৯৯২
ছোট ছোট দুঃখ কথা, ১৯৯৪
নারীর কোন দেশ নেই, ২০০৭
নিষিদ্ধ, ২০১৪
তসলিমা নাসরিনের গদ্য পদ্য, ২০১৫
উপন্যাস
অপরপক্ষ ১৯৯২
শোধ, ১৯৯২
নিমন্ত্রণ, ১৯৯৩
ফেরা , ১৯৯৩
লজ্জা, ১৯৯৩
ভ্রমর কইও গিয়া, ১৯৯৪
ফরাসি প্রেমিক ,২০০২
শরম,২০০৯
ছোট গল্প
দু:খবতী মেয়ে, ১৯৯৪
মিনু, ২০০৭
আত্মজীবনী
আমার মেয়েবেলা, ১৯৯৯
উতাল হাওয়া, ২০০২
ক, ২০০৩; (পশ্চিমবঙ্গে দ্বিখণ্ডিত নামে প্রকাশিত, ২০০৩)
সেই সব অন্ধকার, ২০০৪
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় দেশ, ২০০৬
নেই, কিছু নেই, ২০১০
নির্বাসন, ২০১২
চলচ্চিত্র
তসলিমা নাসরিনের জীবনভিত্তিক প্রথম চলচ্চিত্র নির্বাসিত ২০১৪ সালে মুম্বাই চলচ্চিত্র উৎসবে মুক্তি পায়।২০১৫ সালে এই চলচ্চিত্রটি শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র বিভাগে ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে।

আরও খবর

Sponsered content