সারাদেশ

বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা চুন্নুর জনপ্রিয়তা হিংসায় জ্বলছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৪ , ২:২৫:১৩ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি॥বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ট্রাক মার্কা স্বতন্ত্র প্রার্থী বীর-মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৪ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দাড়িয়াল ইউনিয়ন ইউনিয়নের ‘কামারখালী কেএসইউ মাধ্যমিক বিদ্যালয়’ মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে জনগনকে উদ্দেশ্য করে বীর-মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু বলেছেন,আমি নির্বাচিত হলে এ আসনে উন্নয়নমূলক কাজ করব।এবং জনসেবায় নিয়োজিত থাকবো।সকল জনগণের জন্য আমার দরজা খোলা।আপনাদের উপস্থিতিই প্রমাণ করে আগামী সাত তারিখে আপনারা ট্রাক প্রতীককে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।আপনারা আমার পাশে থাকেন আমিও আপনাদের পাশে আমৃত্যু পর্যন্ত থাকবো।এটাই আমার ওয়াদা।আমার জনপিয়তা দেখে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হিংসায় জ্বলছে।

বাকেরগঞ্জ উপজেলা আ.লীগের সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া বলেন,বাকেরগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ও বীর-মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে জয়ের হ্যাটট্রিক অর্জন করেছেন।জন সেবামূলক কাজ করায় তাকে ২০২২ সালে বিভাগের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।এখন তিনি জনসেবার কেন্দ্র পরিধি বাড়াতে ওই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বরিশাল-৬ আসনে উন্নয়নের পাশাপাশি নিজেকে জন সেবামূলক কাজ করতে চায়।তাই সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আপনার সাত তারিখ ট্রাক প্রতীকে ভোট দিয়ে চুন্নু ভাইকে নির্বাচিত করবেন। দিনে দিনে ট্রাক সমর্থক বেড়েই চলেছে।

বাকেরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও থানা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, ৭১ এর বীর-মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু।দেশ স্বাধীনের পরও তিনি রাজনীতিতে অংশগ্রহণ করে সমাজে উন্নয়নমূলক কাজসহ মানুষের কাছে জনপ্রিয়তা থাকায় তিনি তিনবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।ভাল একজন মানুষ না হলে সে কখনই একই পদে পরপর তিনবার নির্বাচিত হতে পারে না।কেননা,জনগনই ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছিল।স্বদেশ প্রেম ভুক্ত মানুষকে আপনারা ভোট দিয়ে জয়ী করবেন।এটাই আপনাদের কাছে চাওয়া। দাড়িয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি সহিদুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে আরো রাখেন,বরিশাল জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইরিন রেজা,বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন,বাবু অমল চন্দ্র দাস শিবু,নেয়ামত আব্দুল্লাহ পলাশ, দপ্তর সম্পাদক আবু হোসেন খলিফা প্রমুখ।

আরও খবর

Sponsered content