জাতীয়

পাঁচ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) পদায়ণ

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৩৪:১৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পাঁচ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নতুন পাঁচ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাগুলো হলো-খাগড়াছড়ি,ভোলা,পটুয়াখালী, মেহেরপুর এবং নীলফামারী।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন এডিসির দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) জোনায়েদ কবীর সোহাগকে খাগড়াছড়ির এডিসি,সেতু বিভাগের সিনিয়র সহকারী সচিব আলমগীর হুসাইনকে ভোলার এডিসি,প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব)যাদব সরকারকে পটুয়াখালীর এডিসি,আইএমইডির উপপরিচালক আশরাফুল ছিদ্দিককে মেহেরপুরের এডিসি এবং কুড়িগ্রামের ফুলবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাসকে নীলফামারীর এডিসি করা হয়েছে।

আরও খবর

Sponsered content