অপরাধ-আইন-আদালত

বাংলাদেশ সংবিধানকে মোট ১১টি ভাগে ভাগ করা হয়েছে

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২২ , ১:৪৬:৪৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।একনজরে বাংলাদেশ সংবিধানঃ
★বাংলাদেশ সংবিধানকে মোট ১১টি ভাগে ভাগ করা হয়েছে।
★১টি প্রস্তাবনা
★মোট অনুচ্ছেদ -১৫৩টি
★তফসিল ৭টি
★মূলনীতি ৪টি
★সংবিধান সংশোধন করা হয় ১৬ বার।
★সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যের মোট দুই তৃতীয়াংশ ভোট প্রয়োজন।
★সংবিধান রচনা করার সময় ড.কামাল হোসেনকে সভাপতি করে ৩৪সদস্যের কমিটি গঠন করা হয়।মজার ব্যপার হল ৩৪ জনের মধ্যে ২৪ জন বিজ্ঞ অাইনজীবী,৪জন অধ্যাপক,৩জন সমাজ কর্মী,১জন সাংবাদিক,১জন ডাক্তার।একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু।
★একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত।
★বাংলাদেশের ৯৩ পৃষ্ঠার ১ম হস্তলেখা সংবিধানের মূল লেখক ছিলেন ছিলেন অাবদুর রাউফ। মজার ব্যপার তার লেখা এই কপিটি বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে।
★সংবিধানের প্রচ্ছাদ ডিজাইন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
★সংবিধান প্রণয়ন কমিটি মোট ৭৪টি বৈঠক করা হয় এবং সংবিধান রচনার জন্য ৩০০ সময় ব্যয় করা হয়।
★সংবিধান শুরু হয় প্রস্তাবনা দিয়ে এবং শেষ করা হয় ৭টি তফসিল দিয়ে।

আরও খবর

Sponsered content