রাজনীতি

বরিশাল-৫ আসনে হিসাব-নিকাশ পাল্টে দিলেন-সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারীরা

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৪ , ৩:৫৪:০৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ভোটের আগমুহূর্তে বরিশাল-৫ আসনে হিসাব-নিকাশ পাল্টে দিলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারীরা।নির্বাচনে প্রার্থিতা টেকাতে অনেক কাঠখড় পোড়ানোর পরও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন ব্যর্থ হন,তথন থেকে অনেকটাই নির্ভার ছিলেন নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।তবে হঠাৎ করে তার অনুসারীরা ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের পক্ষে ভোটে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।ফলে নৌকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল ট্রাক।

বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বরিশাল ব্রজমোহন (বিএম) স্কুল মাঠে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের উঠান বৈঠকে হঠাৎ করে হাজির হন সাদিক আব্দুল্লাহর নেতা-কর্মীরা।সেখানে রিপনের সঙ্গে নির্বাচনে একাত্মতা প্রকাশ করে ট্রাক প্রতীকের পক্ষে ভোটের মাঠে থাকার সিদ্ধান্ত জানান তারা।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত প্রবীণ নেতা মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম।

এ ছাড়া মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দ্বৈত নাগরিকত্ব থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে বাদ পড়া সাদিক আবদুল্লাহ অনুসারী নগরীর ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নইমুল হোসেন লিটু,৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি,৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন,আওয়ামী লীগ নেতা আরিফিন মোল্লা,মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল,মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী নিগার সুলতানা হনুফা,মহানগর শ্রমিক লীগের সভাপতি পরিমল চন্দ্র দাস,সাধারণ সম্পাদক রইজ আহম্মেদ মান্না,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত,আতিক উল্লাহ মুনিম, সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান,মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলামসহ মহানগর আওয়ামী লীগের ৩০ ওয়ার্ড ও সদর উপজেলার নেতারা।

উঠান বৈঠকের সঞ্চালনা করেন বরিশাল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ শাহীন।সমাবেশে সালাহউদ্দিন রিপন ও তার স্ত্রী মিফতাহুল জান্নাত লুনা।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন।তাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও শ্রমিক লীগসহ নেতা-কর্মীদের উপস্থিতিতে এ উদ্যান আজ উদ্বেলিত।আগামী ৭ জানুয়ারি ট্রাক প্রতীকে সবাই ভোট দিয়ে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করবেন।’

সঞ্চালক সদর শাহনেওয়াজ শাহীন বলেন,আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমাদের ডাকেননি।তিনি চেয়েছিলেন অটো পাস।সেই অটোপাস করতে দেয়া হবে না।আপনারা সবাই ট্রাক প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার সুযোগ দেবেন।’

সাদিক অনুসারী নেতা-কর্মীদের পাশে পেয়ে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন বলেন,এর আগে আমার প্রচারে বাধা দেয়া হয়েছে;কর্মীদের ওপর হামলা করেছে।কিন্তু,এই মুহুর্ত থেকে বরিশালে এটা আর হবে না।’

‘গত ২৭ বছরে এ আসনে বরিশালের কেউ প্রার্থী হননি’ উল্লেখ করে তিনি বলেন,আগামী ৭ জানুয়ারি সকাল ৭ টা থেকে বরিশাল-৫ আসনের সব কেন্দ্র হবে জনগণের কেন্দ্র।’

এ সময় নাম উল্লেখ না করে নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীমকে উদ্দেশ্যে করে করে তিনি বলেন,গত ৫ বছরে যিনি এমপি ছিলেন তিনি বরগুনার লোক।তিনি মনোনয়ন পেয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কোনো নেতা-কর্মীর সঙ্গে দেখা করেননি।’

‘দলের নেতা-কর্মীদের বাদ দিয়ে তিনি কীভাবে চলে ‘- প্রশ্ন রাখেন স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন।

‘কর্নেল জাহিদ ফারুক শামীম ১৯৭১ সালে পাকিস্তানে ছিলেন’ জানিয়ে তিনি আরও বলেন,তিনি হানাদার বাহিনীর সহযোগী ছিলেন।’

সকলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে সালাহউদ্দিন রিপন বলেন,বরিশালের মানুষের কাছ থেকে ভালোবাস ছাড়া কিছু নিতে আসিনি।আমৃত্যু বরিশালের মানুষের সেবা করতে চাই।’

আরও খবর

Sponsered content