আবহাওয়া বার্তা

৩৪ বছরের মধ্যে মে মাসে এটি সর্বোচ্চ তাপমাত্রা

  প্রতিনিধি ৯ মে ২০২৩ , ৩:১৭:০৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।৩৪ বছরের মধ্যে মে মাসে এটি সর্বোচ্চ তাপমাত্রা।আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে।সবচেয়ে উষ্ণ মাস এপ্রিলের তুলনায় মে মাসে তুলনামূলক গরম কম হওয়ার কথা থাকলেও পুরো উল্টো অবস্থা বিরাজ করছে।

মঙ্গলবার ঢাকার তাপমাত্রা ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।

তীব্র গরমে তেতে উঠেছে পুরো ঢাকা।তাপমাত্রা রেকর্ড ৪০ এর ঘর না পেরোলেও অনুভূব হচ্ছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি।এর সঙ্গে ঢাকার যানজট,ধুলোবালি,লোডশেডিং গরমের ভোগান্তি আরও বাড়িয়েছে। বৃষ্টিতে স্বস্তি ফিরবে,আগামী দুই দিনের মধ্যে এমন সুসংবাদও দিতে পারেনি আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন,মে মাসের মধ্যে আজ সবচেয়ে উষ্ণতম দিন পার করছে ঢাকা।এটা মে মাসের রেকর্ড তাপমাত্রা,৩৪ বছরের মধ্যে মে মাসে এটি সর্বোচ্চ তাপমাত্রা।তবে আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

তবে সাগরের সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে দুই-তিন দিন পর বৃষ্টির দেখা মিলতে পারে। সুখবর হচ্ছে, আগামীকাল থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

আবহাওয়া দফতর বলছে, এখনো বাংলাদেশ থেকে দুই হাজার কিলোমিটার দূরে অবস্থান করা লঘুচাপটি মঙ্গলবার রাত কিংবা বুধবার রূপ নেবে ঘূর্ণিঝড়ে। ১৪ মে নাগাদ বাংলাদেশের ভোলা হয়ে কক্সবাজার জেলার মধ্যবর্তী স্থান নিয়ে উপকূলে আঘাত আনার আশংকা রয়েছে। যদিও সঠিক গতি প্রকৃতি বুঝতে আরও দুই একদিন সময় লাগবে।

বৃষ্টির বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, দুই দিনের মধ্যে বৃষ্টির দেখা পাওয়ার সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ক্রমে শক্তি সঞ্চয় করে আগামী কয়েক দিনে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেটি যদি বাংলাদেশ বা আশপাশের অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়, তার প্রভাবে দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও খবর

Sponsered content