আবহাওয়া বার্তা

৮ বছর পর ঢাকার তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৩ , ১২:০৪:১৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।শুক্রবার (১৪ এপ্রিল) রাতে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়,খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী,পাবনা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।দেশের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তিনি জানান,অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।শেষের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, সতর্কে মাইকিং
উল্লেখ্য,শুক্রবার সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।আর রাজধানীর তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও খবর

Sponsered content