সারাদেশ

বরিশাল বিভাগের ২১টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৭২ জন প্রার্থী

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৩ , ৩:০১:২৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বড় কয়েকটি দল নির্বাচনে না এলেও ইতোমধ্যে তুলনামূলক ছোট দলগুলোর প্রার্থী নিয়ে আলোচনায় চলে এসেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়াও প্রার্থিতার দৌড়ে একেবারে নতুন নিবন্ধিত আর জনসমর্থনে দুর্বল দলগুলোর একাধিক প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে সারা দেশের ৩০০ আসনে ২ হাজার ৭১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।এর মধ্যে বরিশাল বিভাগের ২১টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৭২ জন প্রার্থী।

এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র দাখিল করেছেন বরিশালের ছয়টি আসনে,৫৫ জন।আর সবচেয়ে কম ঝালকাঠির দুই আসনে,১৫ জন।সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঝালকাঠি-১ আসনে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনকে দলীয় মনোনয়ন দেওয়ার পরও সেখানে বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার বিষয়টি।এছাড়া বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন করছেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ।আর বরিশাল-৪ আসনে বর্তমান সংসদ পংকজ নাথ স্বতন্ত্র নির্বাচনে নেমেছেন।এছাড়া ২১টি আসনে অসংখ্য দলীয় স্বতন্ত্র প্রার্থী রয়েছেন,যার মধ্যে সাবেক ও বর্তমান সংসদ সদস্য,সাবেক মেয়র,কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাও রয়েছেন।

বরিশাল

বরিশাল জেলার ৬টি আসনে মোট ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।এবার বরিশালে ১২টি রাজনৈতিক দলের ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এছাড়া দলীয় স্বতন্ত্র ১৫ জন।বরিশাল জেলার ৬ আসনে আওয়ামী লীগ থেকে ৬ জন,জাতীয় পার্টির ৭ জন,তৃণমূল বিএনপির ৩ জন,জাকের পার্টির ৫ জন,ওয়াকার্স পার্টির ৪ জন,ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ৪ জন,কৃষক শ্রমিক জনতা লীগের একজন, সাংস্কৃতিক মুক্তিজোটের ৪ জন,জাসদের একজন,বাংলাদেশ কংগ্রেসের ৪ জন, জেপির একজন ও স্বতন্ত্র ১৫ জন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানিয়েছেন,বরিশাল-১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত আবুল হাসানাত আবদুল্লাহ,জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকেন্দার আলী,জাকের পার্টির রিয়াজ মোর্শেদ জামান খান, এনপিপির তুহিন মিত্র।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের তালুকদার মো. ইউনুস,এনপিপির সাহেব আলী,ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন,তৃণমূল বিএনপির মো.শাজাহান সিরাজ,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. জহুরুল ইসলাম, জাকের পার্টির স্বপন মৃধা,জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস ও রণজিৎ কুমার বাড়ই,স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এ কে ফাইজুল হক রাজু,স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস, বাংলাদেশ কংগ্রেসের মিরাজ খান,জাতীয় পার্টি (মঞ্জু) ব্যারিস্টার আলবার্ট বাড়ই।

বরিশাল-৩ (মুলাদি-বাবুগঞ্জ) আসনে আওয়ামী লীগের সরদার মো. খলেদ হোসেন,জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু,আওয়ামী লীগ নেত্রী ও তৃণমূল বিএনপির প্রার্থী শাহানাজ হোসেন,ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও টিপু সুলতান,জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু,উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, স্বতন্ত্র আমিনুল হক,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আজিমুল হাসান জিহাদ।

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগের শাম্মী আহম্মেদ,জাতীয় পার্টির মিজানুর রহমান,সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক,বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আসাদুজ্জামান ও হৃদয় ইসলাম চুন্নু।

বরিশাল-৫ (বরিশাল সিটি কর্পোরেশন ও সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,জাতীয় পার্টির ইকবাল হোসেন,এনপিপির আবদুল হান্নান শিকদার, বাংলাদেশ কংগ্রেসের মাহাতাব হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আসাদুজ্জামান,জাকের পার্টির আবুল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ,স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের আবদুল হাফিজ মল্লিক,জাসদের মো. মহসিন,বাংলাদেশ কংগ্রেসের মো. মইনুল ইসলাম,জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য নাসরিন জাহান রতনা,এনপিপির মো. মোশারফ হোসেন, জাকের পার্টির হুমায়ুন কবির শিকদার,তৃণমূল বিএনপির টিএম জহিরুল হক তুহিন,বাংলাদেশ কংগ্রেসের মো. হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু,স্বতন্ত্র প্রার্থী জাকির খান সাগর,স্বতন্ত্র শাহরিয়ার মিয়া,বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী খান আলতাফ হোসেন ভুলু,স্বতন্ত্র রাজীব আহম্মেদ তালুকদার,সাবেক ছাত্রলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী শাহবাজ মিয়া,স্বতন্ত্র প্রার্থী নূর এ আলম শিকদার ও কামরুল ইসলাম খান মনোনয়ন জমা দিয়েছেন।

বরগুনা

বরগুনা জেলা প্রতিনিধি জানিয়েছেন,দুটি সংসদীয় আসনে মোট ২২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।এদের মধ্যে তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ দুটি আসনেই মনোনয়নপত্র দাখিল করেন।বিভিন্ন দলের মনোনীত ১৭ জন প্রার্থীসহ আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনজন।এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র দাখিল করছেন আরও দুইজন।

বরগুনা-১ (আমতলী,তালতলী ও বরগুনা সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ছয়বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য এবং সপ্তমবারের মতো মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু,জাতীয় পার্টির মো. খলিলুর রহমান,ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান অভি,তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ইউনুস সোহাগ,জাকের পার্টির জাহাঙ্গীর কবির,বিএনএম মনোনীত প্রার্থী মাসুদ কামাল এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান এবং আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সরোয়ার ফোরকান।এছাড়া আমতলী উপজেলার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বরগুনা-২ (বামনা,বেতাগী ও পাথারঘাটা) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা,তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান লিটন,জাতীয় পার্টির মিজানুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,বাংলাদেশ কংগ্রেস মনোনীত অ্যাডভোকেট মো. মিজানুর রহমান,জাকের পার্টির হানিফ সিকদার,ওয়ার্কার্স পার্টির জাকির হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ,বিএনএম মনোনীত ড. আবদুর রহমান খোকন এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী আবদুর রাজ্জাক।এছাড়া এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. রফিকুল ইসলাম।এসব তথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী।

পটুয়াখালী জেলা প্রতিনিধি জানিয়েছেন,জেলার চারটি আসনে ২৮ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন।এর মধ্যে পটুয়াখালী-১ আসনে ৮ জন,পটুয়াখালী-২ আসনে ৬ জন, পটুয়াখালী-৩ আসনে ৭ জন এবং পটুয়াখালী-৪ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর,মির্জাগঞ্জ,দুমকি উপজেলা) আসনে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, তরিকত ফেডারেশনের প্রার্থী মো. নজরুল ইসলাম,জাকের পার্টির মো. মিজানুর রহমান বাবুল,ন্যাশনাল পিপলস পার্টি মো. খলিলুর রহমান,জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার,জাসদের কে.এম আনোয়ারুজ্জামান,জাগ্রত বাংলাদেশের মহিউদ্দিন মামুন ও বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দীন তালুকদার।

পটুয়াখালী-২ (বাউফল উপজেলা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ.স.ম. ফিরোজ,জাতীয় পার্টির মহসিন হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য হাসিব আলম তালুকদার, আরেক স্বতন্ত্র প্রার্থী নূর মোহাম্মদ,বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) জোবায়ের হোসেন,তৃণমূল বিএনপির মাহবুবুল আলম।

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা উপজেলা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এসএম শাহাজাদা,জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম,ন্যাশনাল পিপলস পার্টির ছাইফুর রহমান,স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক বিজিবি মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন,বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এম কামরুল ইসলাম,তৃণমূল বিএনপির ওবায়দুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো নূরে আলম।

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমান,জাসদের বিশ্বাস সিহাব পারভেজ মিঠু,স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পানিসম্পদ মন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার,বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হাবিবুর রহমান,কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আবদুল্লাহ আল লিটন,জাতীয় পার্টির আব্দুল মান্নান হাওলাদার ও বাংলাদেশ কংগ্রেস পার্টির জাহাঙ্গীর হোসেন ।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

ঝালকাঠি

ঝালকাঠি জেলা প্রতিনিধি জানিয়েছেন,দুটি আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।এরমধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ৮ জন এবং ঝালকাঠি- ২ (সদর-নলছিটি) আসনে ৩ জন প্রার্থী।

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের বজলুল হক হারুন, আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীক পাওয়া বিএনপির নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর,জাতীয় পার্টির (জেপি) এনামুল ইসলাম রুবেল,জাকের পার্টির আবুবক্কর সিদ্দিক, তৃণমূল বিএনপির জসিম উদ্দিন তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির,ইসমাইল হোসেন ও নুরুল আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।

ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু,জাতীয় পার্টির প্রার্থী নাসির উদ্দিন এমরান,জাকের পার্টির প্রার্থী মো. ফারুক আহম্মেদ ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. ফোরকান হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

পিরোজপুর

জেলা সংবাদদাতা জানিয়েছেন পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।এরমধ্যে পিরোজপুর-১ আসনে ৯ জন, পিরোজপুর-২ আসনে ১০ জন ও পিরোজপুর-৩ আসনে ১৪ জন।

পিরোজপুর-১ (পিরোজপুর-ইন্দুরকানী-নাজিরপুর) আসনে বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম,জেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী জিয়াউল আহসান গাজী,জাসদ (ইনু) সাইদুল ইসলাম ডালিম,জাকের পার্টির ফরহাদ আহমেদ, জাতীয় পার্টির নজরুল ইসলামসহ নয়জন।

পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ, আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস,জাতীয় পার্টির খলিলুর রহমান খলিল,বাংলাদেশ তরিকত ফেডারেশনের জাকির হোসাইন,বাংলাদেশ কংগ্রেস পার্টির ছগির মিয়া ও জাকের পার্টির মো. ফয়সালসহ দশজন।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী,আওয়ামী লীগের প্রার্থী আশরাফুর রহমান,জাতীয় পার্টির মাশরেকুল আজম রবি,ন্যাশনাল পিপলস পার্টির আমির খান,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রশান্ত কুমার হাওলাদার খোকন,সাংস্কৃতিক মুক্তিজোটের জাসেম আলম,স্বতন্ত্র প্রার্থী শামীম শাহ-নেওয়াজ,কল্যাণ পার্টির শহীদুল ইসলাম স্বপন,খেলাফত আন্দোলনের আবদুল লতীফ সিরাজী,স্বতন্ত্র আবু তারেক মৃধা,সুধীর রঞ্জন ও শহীদুল ইসলাম,কংগ্রেস পার্টির হোসাইন মোশারফ সাকু, জাকের পার্টির চন্দ্র শেখর লিটুসহ ১৪ জন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোলা

ভোলা জেলার চারটি আসনে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।এর মধ্যে ভোলা-১ আসনে ৪ জন, ভোলা-২ আসনে ৬ জন,ভোলা-৩ আসনে ৫ জন ও ভোলা-৪ আসনে ৫ জন।চারটি আসনে ২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ২০ জন জমা দেন বলে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফুজ্জামান।

ভোলা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান,সিদ্দিকুর রহমান ও জাতীয় পার্টির শাজাহান মিয়া।

ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজম মুকুল,বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর,জাতীয় পার্টির মিজানুর রহমান,জাতীয় পার্টি (মঞ্জু) মো. গজনবী, বাংলাদেশে কংগ্রেসের মো. আসাদুজ্জামান ও তরিকত ফেডারেশনের শাহেন শাহ মো. শামসুদ্দিন।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন,তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী ফারজানা চৌধুরী। আওয়ামী লীগের সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন,জাতীয় পার্টির কামাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আলমগীর।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ন্যাশনাল পিপলস পার্টির আলাউদ্দিন,তৃণমূল বিএনপির মো. হানিফ,জাতীয় পার্টির মো. মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল ৩০ নভেম্বর।মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর,মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর,প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।

আরও খবর

Sponsered content