অপরাধ-আইন-আদালত

বরিশাল আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণ, প্রতিবাদে বয়স্ক স্বামী-স্ত্রীকে মারধর

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৩ , ২:৩৬:১৬ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি ॥উজিরপুরে আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে।নির্মাণাধীন কাজে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে বয়স্ক স্বামী-স্ত্রী। উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় আদালত সূত্রে জানা গেছে,একই বাড়ির দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব থাকায় জয়নাল আবেদিন সরদার বাদী হয়ে রফিক সরদার গংকে বিবাদী করে চলমান মাসের ১৩ আগষ্ট সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন।যার দেওয়ানী মামলা নং-১১৬/২৩।বিচারক ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্মাণাধীন সকল কাজ বন্ধ রাখার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাদী বিবাদীকে কোন কার্যক্রম সম্পন্ন করতে পারবে না।হঠাৎ ১৪ আগষ্ট সকালে বিবাদী রফিক গং আদালতের আদেশ না মেনে নির্মাণাধীন কার্যক্রম শুরু করেন।ভূমিতে কাজ না করার জন্য বিচারকের আদেশ রয়েছে,দায়েরকৃত মামলার বাদী জয়নাল আবেদিন সরদারের স্ত্রী নুরজাহান বেগম (৬০) এ কথা বলা মাত্রই তার উপর প্রতিপক্ষ লাইজু বেগম (৪০), রুনু বেগম (৩০),পাখি বেগম (৩০), মনোয়ারা বেগম (৫০) ও তার ছেলে মাঈনুল সরদার (৩৫) হামলা চালায়।স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহত নুরজাহান বেগম (৬০) কে ঘটনার পরই উজিরপুর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এবং জয়নাল আবেদিন সরদার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।বিষয়টি নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান,শান্তি শৃঙ্খলা ভঙ্গ কারীরা রেহাই পাবে না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content