অপরাধ-আইন-আদালত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককের আপাতত জ্যেষ্ঠতা নির্ধারণ নয়-আপিল বিভাগ

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২২ , ১২:৫৭:৩০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককের আপাতত জ্যেষ্ঠতা নির্ধারণ নয়, এমন আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে হাইকোর্টের দেয়া ৫০ শতাংশ গণনা অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারণে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ।

রোববার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

জাতীয়করণকৃত ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরিকালের ৫০ শতাংশ গণনা অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারণের রায় দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।

হাইকোর্টের সেই রায় রোববার স্থগিতের পাশাপাশি স্থিতিবস্থা দেয় আপিল বিভাগ।সেই সাথে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিলের অনুমতি দেয়া হয়।

আরও খবর

Sponsered content