সারাদেশ

দুর্নীতি দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান ঘটাতে নৌকায় ভোট দিন-মেনন

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৩ , ১:৫৩:৫৮ প্রিন্ট সংস্করণ

উজিরপুর(বরিশাল) প্রতিনিধি।। রাশেদ খান মেনন বলেছেন,দুর্নীতি দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান ঘটাতে কেবল রাজনৈতিক ক্ষেত্রে নয়,সামাজিক ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।বাজার সিন্ডিকেট  জিনিসপত্রের দাম বাড়িয়ে যে উচ্চ মুনাফা  লুটছে তা কঠোর হস্তে দমন করাই হবে আগামী দিনের কাজ।মানুষ ভোটের মাধ্যমে তারই প্রকাশ ঘটাবে।

আজ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় উজিরপুরের ওটরা ইউনিয়নের আহমেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামিলীগ আয়োজিত উঠান বৈঠক এসব কথা বলেন।

মেনন আরোও বলেন, আসুন  আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ করে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করুন।

ওটরা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ওয়ালিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামিলীগ সভাপতি এস এম জামাল হোসেন,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,উপজেলা চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি আঃ মজিদ শিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সহসভাপতি হাফিজুর রহমান ইকবাল, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সবুজ মোল্লা, ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম টুটুল, ওটরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা,ওটরা ইউনিয়নের চেয়ারম্যান আঃ খালেক রাড়ীসহ স্হানীয় নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content