জাতীয়

দুই-তিন দিনের মধ্যে কমতে পারে তেলের দাম

  প্রতিনিধি ১২ মে ২০২২ , ১:৫৩:০৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা’, এ বিষয়ে আপনার মন্তব্য কী? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত তারা ঠিকমতো সাপ্লাই দেওয়া শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা বাজারে অভিযান অব্যাহত রাখব।

সরকার কবে থেকে তেল আমদানি করতে পারে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা সবকিছু নিয়ে কাজ করছি। আমরা আশাবাদী হয়ত জুন মাস থেকে টিসিবির মাধ্যমে তেল আমদানি করতে পারব।

তেল আমদানিতে যতটুকু শুল্ক আছে তা প্রত্যাহারের কথা জানিয়েছে এফবিসিসিআই— এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সবকিছুর ট্যাক্স কমানোর দপ্তর হচ্ছে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ। আমরা শুধুমাত্র চিঠি দিতে পারি। আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে ১০ শতাংশ তারা কমিয়েছে। এখন ভ্যাট ৫ শতাংশ আছে। আমরা চিঠি দেবো, সেটা কমানোর জন্য।

বাণিজ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে ভারত থেকে ১৩-১৪ টাকা কমে তেল বিক্রি করছি।পাকিস্তান থেকে আমাদের টাকায় প্রায় ৩৬ টাকা কমে বিক্রি করছি। নেপালের প্রাইস একই রকম আছে। আন্তর্জাতিক বাজারে না কমলে আমাদের পক্ষে কমানো সম্ভব হবে না। আমাদের ডিপেন্ডেন্সি এখনো ৯০ শতাংশ বাইরের দেশ থেকে।

দুই-তিন দিনের মধ্যেই তেলের বাজার স্বাভাবিক হতে পারে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকলে তার প্রভাব আমাদের বাজারেও পড়বে। গত ৫ মে সিদ্ধান্তের পরে ৬-৭ মে সাপ্তাহিক বন্ধ ছিল। ফলে পেমেন্ট করে মাল নিয়ে তা ডিস্ট্রিবিউশন করতে সময় লেগেছে। এর বাইরে কিছু অসাধু ব্যবসায়ী আগের দামের কিছু তেল লুকিয়ে রেখেছিল। সেটাও তারা বের করছিল না। আমি মনে করি, দুই-তিন দিনের মধ্যেই তেলের বাজার স্বাভাবিক হয়ে যাবে।
বৃহস্পতিবার (১২ মে) রাজধানী একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

আরও খবর

আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে-স্বরাষ্ট্রমন্ত্রী, আসাদুজ্জামান খান কামাল

পিএসসির আট সদস্যদের মধ্যে চলমান বিসিএস পরীক্ষার দায়িত্ব বণ্টন করা হয়েছে

উপসচিব পদে ২৬৮ কর্মকর্তাকে পদোন্নতি

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের ধর্মীয় উপাসনালয় ও ঘরবাড়িতে কিছু ‘দুর্বৃত্ত’ হামলা ও ভাঙচুর চালিয়েছে-ধর্ম উপদেষ্টা,আ ফ ম খালিদ হোসেন

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশের চেষ্টা করা হচ্ছে-পিএসসি

অর্থনৈতিক প্রবৃদ্ধি,অন্তর্ভুক্তি ও উন্নয়নের পথ তৈরি করে বাকি বিশ্বের কাছে আজ বাংলাদেশ একটি মডেল-মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

Sponsered content