রাজনীতি

জামায়াতে ইসলামীর ৫ জুনের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি-স্বরাষ্ট্রমন্ত্রী,আসাদুজ্জামান খান

  প্রতিনিধি ২ জুন ২০২৩ , ৪:০৯:০১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,জামায়াতে ইসলামীর ৫ জুনের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।তবে বিষয়টি দেখছি।

শুক্রবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এর আগে ৫ জুন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটক থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।বিক্ষোভ কর্মসূচি পালনে সহযোগিতা চাইতে গত সোমবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গেলে তাদের আটক করা হয়। পরে আবার ছেড়ে দেওয়া হয়।

এদিকে সাংবাদিকদের আরও বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। বিএনপির আন্দোলন বন্ধে সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলে দলটির পক্ষ থেকে সম্প্রতি অভিযোগ করা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,সরকার যেকোনো অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।যারা অন্যায়কারী,যারা গাড়ি ভাঙচুর করে,তাদের বিরুদ্ধে মামলা হয়।তারাই গ্রেফতার হয়।

আরও খবর

Sponsered content