রাজনীতি

সার্ভার সমস্যায় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেননি রীনা

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৪ , ৫:৩৬:০৮ প্রিন্ট সংস্করণ

বরগুনা প্রতিনিধি।।বরগুনার বেতাগী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন রীনা গাজী।তবে নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনের জটিলতায় মনোনয়নপত্র দাখিল করতে পারেননি।এতে স্বপ্নভঙ্গ হওয়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি। জ্ঞান হারান তার ছোট ভাই।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বরগুনা পৌরসভার টাউনহল এলাকার সুলতান আলী সড়কের স্বাদ মিডিয়া কম্পিউটার্স নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়,রীনা গাজী বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন।প্রায় তিন বছর দায়িত্ব পালন শেষে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করতে ইউপি সদস্যের পদ থেকে পদত্যাগ করেন তিনি।এরপর মনোনয়নপত্র দাখিলের শেষদিনে কম্পিউটারের দোকান থেকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে এসে সার্ভারজনিত সমস্যায় মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ হন।

মনোনয়নপত্র দাখিল করতে না পেরে রীনা গাজী বলেন, নির্বাচনে অংশগ্রহণ করতে আমি ছয় মাস ধরে আমার উপজেলায় কাজ করেছি।সব কাগজপত্র ঠিক করেছি কিন্তু মনোনয়নপত্র দাখিল করতে পারিনি।উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে ইউপি সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আমার প্রার্থিতা পেতে অনুরোধ জানাই।

এ বিষয়ে স্বাদ মিডিয়া কম্পিউটার্স নামের ওই দোকানের মালিক এসআই সজিব বলেন,রীনা গাজীর প্রস্তাবকারী ও সমর্থনকারীর আইডি ভেরিফাই করতে সমস্যা হয়েছে। অনলাইনে তাদের আইডি ভেরিফাই হয়নি।এছাড়া একদম শেষ সময়ে আসার কারণে তাদের আবেদন সফল করতে পারিনি।

এ বিষয়ে বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আবদুল হাই আল হাদী বলেন,আমরা নির্ধারিত সময়ের মধ্যে সব প্রার্থীকেই অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে বারবার বলেছি।তবে রীনা গাজী নির্ধারিত সময়ের মধ্যে তা করতে পারেনি।তার মনোনয়নপত্র ড্রাফট আকারে রয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে তিনি মনোনয়নপত্র দাখিল করতে না পারায় নির্বাচনি আইন অনুযায়ী আমাদের কিছু করার নেই বলে আমি মনে করি।

আরও খবর

Sponsered content