সারাদেশ

দীঘিতে জাল টানতে গিয়ে ধরা পড়ল ৯৫টি ইলিশ মাছ

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৩ , ৫:১৯:৩৬ প্রিন্ট সংস্করণ

পাথরঘাটা প্রতিনিধি।।বরগুনার পাথরঘাটা উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নের একটি দীঘিতে জাল টানতে গিয়ে ধরা পড়ল ৯৫টি ইলিশ মাছ।

রায়হানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সিদাম মিয়ার বাড়ির দীঘিতে এ জ্যান্ত ইলিশ পাওয়ার এমন খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

গত মঙ্গলবার পাথরঘাটার রায়হানপুর এলাকার সিদাম মিয়ার দীঘিতে থাকা বড় বড় বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা শুরু করলে বিভিন্ন মাছের সঙ্গে জালে উঠতে থাকে একের পর এক ইলিশ মাছ।সব মিলিয়ে ৯৫টি ইলিশ ধরা পড়ে।

এলাকাবাসী জানান,এই দীঘিতে প্রতি বছরই মাছ ধরা হয়। এই দীঘিতে অন্যান্য মাছের সঙ্গে ইলিশ মাছ পাওয়ায় সবাই উৎফুল্ল।

বৃদ্ধ আলম চৌধুরী জানান,দীঘিতে ইলিশ পেয়ে আমাদের অনেক ভালো লেগেছে যারা মাছ ধরেছে,আমরা তাদের অর্ধেক ইলিশ মাছ দিয়েছি এবং অবশিষ্ট মাছ আমাদের বংশের সবার মাঝে সমান ভাগ করে নিয়েছি।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন,জোয়ারের পানির সঙ্গে নালা দিয়ে দীঘিতে ইলিশ আসতে পারে। দীঘির পানি যদি লোনা হয় এবং নদীর মতো খাবার পায় তা হলে ইলিশ বাঁচানো সম্ভব বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content