সারাদেশের খবর

দিনের বেলায় নিয়মিত নৌকা থাকলেও রাত ৮ টার পর ঘাটে মাঝি না থাকায় জনদুর্ভোগ!

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২২ , ৫:৪৩:০৩ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালির সদর উপজেলাধীন বড়বিঘাই ইউনিয়ন ও মরিচবুনিয়া ইউনিয়ন মধ্যেদিয়ে নদীর ওপর সেতুর অভাবে দুর্ভোগে রয়েছে সাধারণ জনগন ১৫ টি গ্রামের কয়েক হাজার মানুষ। নদী পারাপারে তাদের ভরসা খেয়া নৌকা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিতে হয় তাদের ,এভাবে ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় নদী পাড়ি দিতে হয়।

পটুয়াখালী সদর উপজেলাধীন বড়বিঘাই ইউনিয়ন মরিচবুনিয়া ইউনিয়ন মধ্যেদিয়ে নদীর দুই পাড়ের ১৫টি গ্রামের হাজারো মানুষকে।দিনের বেলায় নিয়মিত নৌকা থাকলেও রাত ৮ টার পর ঘাটে মাঝি না থাকায় জরুরি কোনো প্রয়োজনে নদী পার হওয়ার উপায় থাকে না।

বেশি ভোগান্তিতে পড়তে হয় অসুস্থ রোগী ও স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের। কৃষি জমিতে উৎপাদিত ফসল নিয়ে বাজারে যেতে ভোগান্তির শিকার হতে হয় কৃষকদের। দুর্ভোগ লাঘবে এলাকাবাসী দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের দাবি করলেও তা পূরন হয়নি।

মুন্সির খেয়াঘা. খাটাশিয়া খেয়াঘাট. খাসেরহাট খেয়াঘাট ছোট নদীর তুলনায় খেয়া ভাড়া দ্বিগুণ বিষয়টি উপজেলা প্রশাসনের সুপার মনিটরিং করা দরকার।

আরও খবর

Sponsered content