সারাদেশের খবর

তিস্তায় ধরা পরলো ৯১ কেজির বাঘাইর

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২২ , ১১:০৭:৫৪ প্রিন্ট সংস্করণ

ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে বিশালাকৃতির ৯১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজের উজানে খগাখড়িবাড়ি ইউনিয়নের পাগল পাড়া এলাকায় স্থানীয় জেলের বড়সিতে মাছটি ধরা পড়ে। মাছটি স্থানীয় ডালিয়া বাজারে নিয়ে আসলে উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় জমায়।

ডালিয়া বাজারের মাছ ব্যবসায়ী কেলাসু বলেন, সকালে উপজেলার পাগল পাড়া এলাকা থেকে মাছটি বিক্রির জন্য নিয়ে আসে। ৯১ কেজি ওজনের মাছটি সেখান থেকে ৮০০ টাকা কেজি দরে কিনে নীলফামারী জেলা সদরের বাজারে নিয়ে যাচ্ছি । এখানে ১০০০ টাকা কেজি দরে বিক্রি করবো। এ রকম মাছ সচরাচর পাওয়া যায় না। এ জন্য চাহিদাও ব্যাপক।

স্থানীয়রা জানান, এর আগে গত বছর তিস্তায় ৩৪কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। আর আজ ৯১ কেজির বাঘাইর মাছ ধরা পড়লো।

পাগলপাড়া এলাকার আরিফ হোসেন বলেন, তিস্তা নদী হতে এর আগে এত বড় মাছ ধরা পড়েনি। মাছটি দেখতে মানুষ ভিড় করছে। পরে কেলাসুর সঙ্গে কথা হলে তিনি জানান, মাছটি নীলফামারীর বড়বাজারে দেড় লাখ টাকা হাঁকানো হয়। ১২শত টাকা কেজি দরে।

আরও খবর

Sponsered content