খেলাধুলা

টি-টোয়েন্টি লিগ খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান ও লিটন দাস

  প্রতিনিধি ১৯ জুন ২০২৩ , ১:৫৯:২৭ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।আগামী ২০ জুলাই থেকে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শুরু হচ্ছে।এই আসরের শুরু থেকেই খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও লিটন দাস।দুজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তি পত্র (এনওসি) নিয়েছেন।

সাকিব ও লিটনকে এনওসি দেওয়ার বিষয়টি আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।তিনি বলেছেন,‘সাকিব এনওসি নিয়েছে কানাডাতে গ্লোবাল টি-টোয়েন্টির খেলার জন্য।সাকিব ২০ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত নিয়েছে। লিটনও নিয়েছে।সে ২০ জুলাই থেকে আগস্টের ৬ তারিখ পর্যন্ত।বোর্ড থেকে তাদেরকে অনাপত্তি পত্র দেওয়া হয়েছে।’

জাতীয় দলের ব্যস্ততায় সর্বশেষ আইপিএলের শুরু থেকে খেলার জন্য এনওসি পাননি সাকিব ও লিটন।পরে লিটন যোগ দিলেও সাকিব পারিবারিক কারণে নাম প্রত্যাহার করে নেন।এ নিয়ে জালাল ইউনুস বলেছেন,এখন তো জাতীয় দলের কোনো খেলা নেই। প্রধান কোচ,টিম ম্যানেজমেন্ট সবার সঙ্গে আলাপ-আলোচনা করে (অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে। এই সময়ে যে সংস্করণেই হোক বিশ্বকাপের আগে, আমরা চাই খেলুক।প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারলে এটা আমাদের জন্যই ভালো।’

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিব খেলবেন মন্ট্রিয়েল টাইগার্সে।আর লিটনকে দলে নিয়েছে সারে জাগুয়ার্স। গ্লোবাল টি-টোয়েন্টি শেষে সাকিব যাবেন শ্রীলঙ্কায়।শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) জন্যও তাঁকে বিসিবি থেকে এনওসি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জালাল,সাকিব এলপিএল খেলতে যাবে।আশা করছি,এলপিএল থেকে ২০ আগস্টের মধ্যে চলে আসবে।হয়তো তার আগেও চলে আসতে পাররে। যদি আমরা মনে করি তাহলে আগেই চলে আসবে।এভাবে অনাপত্তিপত্র নিয়েছে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares