খেলাধুলা

খুলনার অধিনায়ক ইয়াসির ঢাকার নাসির

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৩ , ২:২১:৪১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।চমকে দিলো খুলনা টাইগার্স।তামিম ইকবাল নয়,এই আসরে খুলনা টাইগার্সের নেতৃত্ব দেবেন ইয়াসির আলী রাব্বি।অন্যদিকে ঢাকার নেতৃত্ব দেবেন নাসির হোসেন।এছাড়া চট্টগ্রামের অধিনায়কত্ব উঠেছে শুভাগত হোমের হাতে।

বিপিএলে খুলনার নেতৃত্বেই এসেছে বড় চমক।দল গঠনের পর সবাই যেখানে ভেবেছিলেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের কাঁধেই উঠবে নেতৃত্ব,সেখানে অনেকটা বিস্ময়ের বিস্ফোরণ ঘটিয়ে অধিনায়ক ঘোষণা করা হলো ইয়াসির আলী রাব্বিকে।

বিপিএলে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে যাচ্ছেন ইয়াসির। বিপিএল ছাড়াও এর আগে স্বীকৃত ক্রিকেটেও কখনো নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা নেই ইয়াসিরের।অবশ্য রংপুর রাইডার্সের বিপক্ষে গতকাল এক প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্ব করেছেন ইয়াসির। যেখানে তার অভিজ্ঞতাও সুখকর নয়।বেশ বাজেভাবেই হেরেছে তার দল।

একই দিনে ঢাকা ডমিনেটর্সও তাদের অধিনায়ক ঘোষণা করেছে।যেখানে বেশ আলোচনায় থাকলেও নেতৃত্ব পাননি তাসকিন আহমেদ।তবে সহ-অধিনায়কত্ব উঠেছে তার কাঁধে। অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের এক সময়ের তারকা ক্রিকেটার নাসির হোসেনকে।

এদিকে গতকাল আরেক আলোচিত ফ্রাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও তাদের অধিনায়কের নাম প্রকাশ করেছে।আফিফ হোসেনকে পেছনে ফেলে যেখানে নেতৃত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অলরাউন্ডার শুভাগত হোম।

উল্লেখ্য,গত আসরে অধিনায়কত্ব নিয়ে এক অদ্ভুত নাটক মঞ্চায়ন করে চট্টগ্রাম।এক আসরে তিন তিনবার অধিনায়ক পরিবর্তন করে ফ্রাঞ্চাইজিটি।

আরও খবর

Sponsered content