খেলাধুলা

অবশেষে ১৪ বছর পর সেই রেকর্ড থেকে রেহাই পেলেন-মাশরাফী,সাবেক টাইগার অধিনায়ক

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৩ , ১:৫৬:১৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০০৯ সালে খেলেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা।তবে সেবার সুখস্মৃতি নিয়ে ফিরতে পারেননি তিনি। গড়েছিলেন বাজে এক রেকর্ড।অবশেষে ১৪ বছর পর সেই রেকর্ড থেকে রেহাই পেলেন সাবেক টাইগার অধিনায়ক।

রোববার (৯ এপ্রিল) আইপিএলে এক অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব।ইনিংসের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছেন কলকাতার ব্যাটার রিংকু সিং। গুজরাট পেসার যশ দয়ালের এই ওভারে কলকাতার ব্যাটাররা তুলে নেন ৩১ রান,যা আইপিএলের ইতিহাসে রান তাড়ায় নেমে শেষ ওভারে সর্বোচ্চ রান তুলে নেয়ার রেকর্ড।

এর আগে এ তিক্ত রেকর্ডটি ছিল টাইগার পেসার মাশরাফী বিন মোর্ত্তজার।২০০৯ সালে শেষ ৬ বলে ২১ রান তাড়া করতে গিয়ে মাশরাফীর ওভার থেকে ২৬ রান তুলেছিল ডেকান চার্জাস।১৪ বছর পর তার সে রেকর্ড এখন দখলে নিয়েছেন যশ দয়াল।সেবার কলকাতার হয়ে ওই একটি ম্যাচই খেলেছিলেন মাশরাফী। আর এক ম্যাচেই শেষ হয়ে যায় তার আইপিএল ক্যারিয়ার।

আরও খবর

Sponsered content