প্রতিনিধি ১৮ জুন ২০২৪ , ৬:২৬:১৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খান বলেন,গত বছর আমরা চামড়া কিনেছি এক লাখ ১৮ হাজার পিস।এবার আমাদের এক লাখের পিসের বেশি কেনা যাবে না বলেই মনে হচ্ছে।’

কোরবানির পশুর এই চামড়া অনেকেই দাতব্য প্রতিষ্ঠান, মাদরাসা কিংবা এতিমখানায় দান করেন।এই চামড়ার টাকা দিয়ে এতিম শিশুদের ভরণ-পোষণও চলে।চামড়া সঠিক দামে বিক্রি করতে না পারলে দুশ্চিন্তায় পড়েন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানও।
ঢাকার বনশ্রী নূরানী আদর্শ মাদরাসার শিক্ষক আব্দুল ওহাব বলেন,গত কয়েক বছর ধরে চামড়া আসছে বেশি।কিন্তু দাম দিন দিন কম পাচ্ছি।এতে আমাদের তেমন কোনো লাভ হচ্ছে না।’

















