সারাদেশ

খুলনার বিএল কলেজে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৩ , ৩:০৯:২৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।খুলনার দৌলতপুর বিএল কলেজ পুকুর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। তিনি মো: নাইমুর রহমান তন্ময়।খালিশপুর নয়াবাটি এলাকার বাসিন্দা আমীর হোসেনের ছেলে।তিনি দৌলতপুর দিবা নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল বলেন,আজ মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধারের পর সিআইডি’র ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে দুপুরে আমরা তার পরিচয় নিশ্চিত হয়েছি।পরবর্তীতে তার পরিবারের সাথে যোগাযোগ করি।মৃত ওই যুবক খুলনা দৌলতপুর দিবা নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি গানবাজনা করতেন।পরিবারের মাধ্যমে আমারা আরও জানতে পেরেছি ওই যুবক নেশাগ্রস্থ ছিলেন।তবে তার মৃত্যু কিভাবে হয়েছে ময়না তদন্ত রিপোর্ট না আসা প্রর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না।

 

দৌলতপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: আবু জাফর বলেন,তন্ময় ঈদের আগের দিন দুুপুর দেড়টার দিকে বাড়ি থেকে বের হন।আর তিনি বাড়ি ফিরে যাননি।তিনি নিখোঁজ ছিলেন তার শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।মরদেহের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত রিপোর্ট এলে সব পরিস্কার হবে যাবে।

আরও খবর

Sponsered content